ছয় মাস নড়াইল সদর হাসপাতালে বাক্সবন্দি ভেন্টিলেটর যন্ত্র,শ্বাসকষ্টে মারা যাচ্ছে করোনা রোগি

ছয় মাস নড়াইল সদর হাসপাতালে বাক্সবন্দি ভেন্টিলেটর যন্ত্র,শ্বাসকষ্টে মারা যাচ্ছে করোনা রোগি

শেয়ার করুন

Narail Vnt 0002
।। কার্ত্তিক দাস, নড়াইল ।।
করোনার উপসর্গ নিয়ে শ্বাসকষ্টে নড়াইল জেলায় আজ মঙ্গলবার পর্যন্ত ৫০ জনের মৃত্যু হয়েছে।
অথচ ৬ মাস আগে আসা শ্বাসকষ্টের রোগিদের ব্যবহারের জন্য ৪টি ভেন্টিলেটর যন্ত্র ব্যবহৃত না
হওয়ায় সদর হাসপাতালের বারান্দায় বাক্সবন্দি অবস্থায় পড়ে রয়েছে।
জানতে চাইলে হাসপাতালের তত্ত্বাবধায়ক মো.আব্দুস শাকুর বলেন,হাসপাতালে আইসিইউ চালু না
করলে ভেন্টিলেটরের প্রয়োজন হচ্ছে না।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দুজন আইসিইউ বিশেষজ্ঞ জানান,আইসিইউ ছাড়াও ভেন্টিলেটর ব্যবহার
করা যায়। তাঁদের অভিমত তীব্র শ্বাসকষ্টের রোগিদের অবস্থার অবনতি হলে নিজে শ্বাস নেওয়ার শক্তি না
থাকলে,ওই রোগি জ্ঞান হারালেএমন মরনাপন্ন রোগিদের শ্বাস প্রশ্বাস চালিয়ে নিতে প্রয়োজন হয়
ভেন্টিলেটর যন্ত্র।
সদর হাসপাতাল সূত্রে জানা গেছে,কেন্দ্রিয় ঔষধাগর (সিএমএসডি) থেকে গত বছরের ডিসেম্বর মাসে ৪টি
ভেন্টিলেটর নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে চলতি বছরের
ফেব্রুয়ারি মাসে সদর হাসপাতালে ভেন্টিলেটরগুলো দেওয়া হয়। ৪টি ভেন্টিলেটরের ২টি রাখা হয়েছে
হাসপাতালের দিত্বীয় তলার অফিস কক্ষের বারান্দায়, অন্য ২টি একতলা ভবনের করোনা ওয়ার্ডের মধ্যে।
হাসপাতালে সম্প্রতি কেন্দ্রিয় অক্সিজেন ব্যবস্থা চালু হয়েছে। কিন্তু ভেন্টিলেটরগুলো ব্যবহার করা হচ্ছে
না।
সিভিল সার্জন নাছিমা আকতার বলেন, হাসপাতালে কোভিড-১৯ রোগি ভর্তি হচ্ছে। ২টি ভেন্টিলেটর সেখানে
দেওয়া হয়েছে। ওই যন্ত্র চালু করার দায়িত্ব হাসপাতালের তত্ত্বাবধায়কের।
জানতে চাইলে হাসপাতালের ত্তত্বাবধায়ক আব্দুস শাকুর বলেন,২টি ভেন্টিলেটর করোনা ওয়ার্ডে চালু রয়েছে।
অন্য ২টি চালু করতে সিএমএসডি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি।
করোনা ওয়ার্ডের দায়িত্বরত সেবিকা (নার্স) বাসনা সাহা বলেন,দেড় থেকে ২ মাস আগে ২টি ভেন্টিলেটর
করোনা ওয়ার্ডে পাঠানো হয়। কিন্তু সেগুলো এখনো বাক্সবন্দি অবস্থায় পড়ে আছে। তিনি বলেন,ভেন্টিলেটর
যন্ত্র চালানোর জন্য আমাকে অনলাইনের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়। ওই প্রশিক্ষণের কোন কিছুই আমি
বুঝতে পারিনি। সে কথা ১৩ জুন প্রশিক্ষক মহোদয়কে জানানো হলে তিনি নড়াইলে এসে ভেন্টিলেটর চালানো
শিখিয়ে দিয়ে যাবেন বলেছিলেন। কিন্তু তিনি আসেননি। বিষয়টি আমি ত্তত্বাবধায়ক স্যারকে জানাই। তিনি
বলেন,দুই মাস আগে করোনা ওয়ার্ডের ২টি ভেন্টিলেটর ইনস্টল (চালু) করা হয়েছে। স্যারকে যখন বললাম
স্যার সেগুলো বাক্সিবন্দি অবস্থায় রয়েছে। তখন তিনি বলেছেন চালু করে হয়তো আবার সেগুলো বাক্সবন্দি
করে রেখে দিতে পারে। স্যার আরো বলেন,আইসিইউ ব্যবস্থা না থাকলে ভেন্টিলেটরের প্রয়োজন হচ্ছে না।
তিনি আমাকে অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ শাহীনুর রহমানের সঙ্গে কথা বলতে বলেন।
মুঠোফোনে সদর হাসপাতালের চিকিৎসক এ এইচ এম শাহীনুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে
তিনি বলেন,তত্ত্বাবধায়ক স্যার যে বক্তব্য দিয়েছেন সেটাই আমার বক্তব্য।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা মো.মশিউর রহমান বলেন, ভেন্টিলেটর ইন্সটলেশন
হয়নি। ওর মধ্যে কি আছে আমরা খুলে দেখতে পারছি না। যতক্ষণ সিএমএসডি থেকে লোক পাঠানো না
হবে ততক্ষণ আমরা কিছুই করতে পারছি না। তাছাড়া ভেন্টিলেটর চালু করার ব্যাপারে একজনকে
প্রশিক্ষকণ নিতে হবে। সেটাতো করেনি।

কেন্দ্রিয় ঔষধাগারের উপপরিচালক মোহাম্মদ নিজাম উদ্দীন বলেন,আমরা ম্যাসেজ পেলেই
ভেন্টিলেটর চালু করার ব্যবস্থা করে দেই। নড়ােইল সদর হাসপাতালে পাঠানো ভেন্টিলেটর চালু হয়নি
এটা ফোনে জানালে আমরা চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারতাম।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে,নড়াইল জেলায় করোনা সংক্রমণের হার শতকরা ৮২
শতাংশ।

গত সপ্তাহে নড়াইল সদর হাসপাতালে করোনা ওয়ার্ডে মৃত্যু হয়েছে ৪ জনের। হাসপাতালে
চিকিৎসাসেবা নিতে আসা করোনা রোগিদের স্বজন হোসনে আরা,অন্তরা বিশ্বাস, বলেন,গত সপ্তাহে
করোনাক্রান্ত ৪ জন রোগিকে হাসপাতালে আনার পর কয়েক ঘন্টার মধ্যে তীব্র শ্বাসকষ্টে ছটফট
করে তাদের মৃত্যু হয়।