চড়ারহাটে গণহত্যা দিবস পালিত

চড়ারহাটে গণহত্যা দিবস পালিত

শেয়ার করুন

দিনাজপুরনিজস্ব প্রতিবেদক:

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার চড়ারহাটে পালিত হচ্ছে গণহত্যা দিবস।

১৯৭১ সালের এই দিন ভোর রাতে ঘুমন্ত গ্রামবাসীকে ডেকে নিয়ে সারিবদ্ধ ভাবে হত্যা করেছিলো পাকহানাদার বাহিনী। আবার গুনে গুনে সেই মৃত্যু নিশ্চিত করেছিলো রাজাকাররা। স্বাধীনতার জন্য সেদিন শহীদ হয়েছেন ১৫৭ জন গ্রামবাসি, পঙ্গু হয়েছেন অনেকেই। সম্ভ্রমহানীও হয়েছিল নাম না জানা অনেক নারী।

নৃশংসতায় থেমে ছিল না এ দেশীয় দোসর রাজাকার ও আলবদর বাহিনীও। নিরিহ গ্রামবাসীকে হত্যার পর পুরো গ্রাম জ্বালিয়ে দিয়ে উল্লাস প্রকাশ করে তারা। তবে গুলিতে আহত হয়ে ভাগ্যক্রমে বেঁচে যান ১১ জন।

সেই নৃশংসতার কথা মনে করে এখনো কেদেঁ ওঠে তাদের মন। আজ সেই বদ্ধভুমি চড়ারহাটে মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে শহীদদের স্মরণে পালিত হচ্ছে গনহত্যা দিবস।