চালু হচ্ছে শিমুলিয়া-কাঁঠাল-বাড়ি নতুন ফেরি ঘাট

চালু হচ্ছে শিমুলিয়া-কাঁঠাল-বাড়ি নতুন ফেরি ঘাট

শেয়ার করুন

Photo munshiganj 11.01 (2)মুন্সীগঞ্জ প্রতিনিধি:

১৫ জানুয়ারি চালু হচ্ছে শিমুলিয়া-কাঁঠাল-বাড়ি নতুন ফেরি ঘাট। আর এই পথটি শুরু হলে দুই পাড়ের দুরুত্ব কমে যাবে প্রায় সাত কিলোমিটার। ফলে সময় ও খরচ দুটোই সাশ্রয়ী হবে। বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে কুমিল্লা নামে কে টাইপের ফেরি উদ্বোধন কালে নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান এই কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, শীত কালে কুয়াশায় দুর্ভোগে পরে এই পথের যাত্রীরা। যাত্রীদের দুর্ভোগ কমাতে ইতোমধ্যে দুটি ফেরিতে রাডার স্থাপন করা হয়েছে। যা পর্যায়ক্রমে আরও বাড়ানে হবে। ফেরি কুমিল্লা উদ্বোধনের আগে এক সুধী সমাবেশে বক্তৃতায় শাহজাহান খান বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন।

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান জ্ঞান রঞ্জন শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটি এর চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফজলে আজীম, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান ওসমান গনি তালুকদার প্রমুখ।