চাঁপাইনবাবগঞ্জ নতুন করে শনাক্ত ১৯৬, লকডাউন চলছে

চাঁপাইনবাবগঞ্জ নতুন করে শনাক্ত ১৯৬, লকডাউন চলছে

শেয়ার করুন

Screenshot (55)ছবি -এটিএন টাইমস

।। নাসিম মাহমুদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ।।
চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ১৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। ৩৬৪
জনের নমুনা পরীক্ষয় এ ফলাফল পাওয়া যায়। সিভিল সার্জন ডা. জাহিদ
নজরুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজশাহীর পিসিআর ল্যাব থেকে আসা রিপোর্টে
২৭১ জনের নমুনা পরীক্ষায় ১৭১ জন শনাক্ত হয়েছে। আর জেলায় র‌্যাপিড
এন্টিজেন্ট টেষ্টে ৮৩ জনের মধ্যে ২১ জন ও জিন এক্সপার্ট টেষ্টে ১০
জনের নমুনা পরীক্ষায় ৩জন শনাক্ত হয়েছে। আর এনিয়ে জেলায় করোনায়
আক্রান্তের সংখ্যা হলো ২হাজার ৩৩জন। আর এপর্যন্ত মারা গেছে
৩৭জন।
এদিকে লকডাউনের আজ ৯ম দিন আজ। আজো পন্যবাহী ট্রাক ছাড়া
দুরপাল্লা ও অভ্যন্তরীন রুটের বাসসহ অন্যান্য যানবাহন চলাচল বন্ধ
আছে। ওষুধ, খাবার দোকান ও মুদিখানা ছাড়া অন্যান্য দোকানপাট
বন্ধ আছে। রাস্তায় মানুষের চলাচল একেবারেই কম। লকডাউন কার্যকর
করতে পুলিশের ২৭টি চেকপোষ্ট বসানো হয়েছে। এ ছাড়া জেলা
প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালিত হচ্ছে।