চাঁপাইনবাবগঞ্জে ৭দিনের লকডাউন শুরু…

চাঁপাইনবাবগঞ্জে ৭দিনের লকডাউন শুরু…

শেয়ার করুন
Chapai------
ছবি-এটিএন টাইমস
।। নাসিম মাহমুদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি।।
করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন ঘোষিত ৭দিনের
লকডাউন আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে। লকডাউনের কারনে সকাল থেকে
দুরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। আভ্যন্তরিন রুটেও বাস চলাচল বন্ধ রয়েছে।
লকডাউনের কারনে জেলা থেকে কোন ট্রেন ছেড়ে যায়নি। পন্যবাহি ট্রাক বা
যানবাহন ছাড়া অন্য যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
শহরে ওষুধ, মুদিখানা দোকন ছাড়া বিভিন্ন বিপনিবিতানসহ অন্যান্য দোকানপাট
বন্ধ রয়েছে। সকাল থেকে মেঘলা আকাশ ও থেমে থেমে হালকা বৃষ্টির করনে
রাস্তায় সাধারন মানুষের চলাচল তেমন চোখে পড়ার মত নয়। এদিকে লকডাউন
কঠোরভাবে কার্যকরে সকাল থেকে জেলা প্রশাসনের ম্যাজিষ্ট্রেট ও পুলিশ মাঠে
তৎপর রয়েছে। শহরের ২৭টি স্থানে পুলিশ চেকপোষ্ট বসানো হয়েছে। জরুরী কোন
কারন ছাড়া চলাচলকারিদের থামিয়ে জিজ্ঞাসাদ করার পর ফিরিয়ে দেয়া হচ্ছে।
শহরে পুলিশের টহল টিমও রয়েছে। উল্লেখ্য চাঁপাইনবাবগঞ্জে দিন দিন করোনার
সংক্রমন বেড়ে যাওয়ায় ১১ দফা নির্দেশনা দিয়ে জেলা জুড়ে সোমবার রাত ১২টা
থেকে আগামী এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউন ঘোষনা করেছে জেলা প্রশাসন।
এদিকে জেলা সিভিল সার্জন ডাঃ জাহিদ নজরুল চৌধুরী জানান, গত ২৪ ঘন্টায়
নতুন করে জেলায় ৮২ জনের করোনা সনাক্ত হয়েছে। ২০২ জনের নমুনা পরীক্ষায় এই
ফলাফল পাওয়া গেছে। হার ৪৫ শতায়শ। আর এনিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্য
হলো, ১হাজার ৩৯৩জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ১হাজার ৩০জন। বর্তমানে
চিকিৎসাধীন রয়েছেন ২৮৬ জন। আর এ রোগে আক্রান্ত হয়ে এখ নপর্যন্ত মৃতের
সংখ্য ২৮ জন।