চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

শেয়ার করুন

চাঁপাইনবাবাগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক লিয়াকত আলী মোল্লা এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শহীদুল ইসলাম এ সময় আদালতে উপস্থিত ছিল। পাবলিক প্রসিকিউটর জানান, বিয়ের পর থেকেই শহীদুল এক লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রী কুলসুম বেগমকে প্রায়ই মারধর করতেন। ২০১৩ সালের ৭ অক্টোবর শহীদুল বাড়িতে স্ত্রী কুলসুমকে শ্বাসরোধ করে হত্যা করে।

ওইদিনই কুলসুমের বাবা বাদী হয়ে শহীদুল ও তার বাবা-মাকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামিকে খালাস দিয়েছেন আদালত।