চাঁদপুরে ট্যাংক লরি বিস্ফোরণে আগুন, দগ্ধ ৮

চাঁদপুরে ট্যাংক লরি বিস্ফোরণে আগুন, দগ্ধ ৮

শেয়ার করুন

চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কে বুধবার রাতের প্রথম প্রহরে তেলের ট্যাংক লরি বিস্ফোরিত হয়ে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ৮ জন দগ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছে। অগ্নিকান্ডে দগ্ধদের মধ্যে গুরুতর ৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার রাত ১২টায় চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কে অবসি’ত পদ্মা ডিপো’র এক ডিলারের কাছে গাড়ি থেকে তেল সরবরাহ করা হচ্ছিল। এ সময় তেল সরবরাহকালে হঠাৎ গাড়িতে বিকট শব্দ হয়ে তেলের ট্যাংক লড়িতে আগুন ধরে যায়। মুহূর্তেই তা দোকান লাগোয়া তিনতলা বিশিষ্ট ভবনসহ আশপাশে ছড়িয়ে পড়ে। তিনতলা ভবনের নিচতলায় অকটেন, ডিজেলের কয়েকশ’ তেলের ড্রামে ছড়িয়ে পড়লে তা ভয়াবহ আকার ধারণ করে।

খবর পেয়ে দমকল কর্মীদের ৫টি ইউনিট দ্রুত ঘটনাস’লে ছুটে আসে। দীর্ঘ ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকান্ডে দগ্ধ ৮ জনকে দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে গুরুতর দগ্ধ ৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহত অন্যরা স’ানীয়ভাবে চিকিৎসা নেয়।