চট্টগ্রামে টিএসপি সার কারখানায় অগ্নিকাণ্ড

চট্টগ্রামে টিএসপি সার কারখানায় অগ্নিকাণ্ড

শেয়ার করুন

ctg-tspচট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের পতেঙ্গায় টিএসপি সার কারখানার একটি গুদামে লাগা আগুন এখন নিয়ন্ত্রণে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায় নি।

বৃহস্পতিবার রাত ১০টা ৫০ এর দিকে টিএসপি সার কারখানায় এ ঘটনা ঘটে। এটি নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি স্টেশনের ৬টি গাড়ি। সঠিক কারণ জানা না গেলেও রক ফসফেট এর গুদামে ঘর্ষণে আগুন লাগার পর ধোঁয়া বের হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানায়, রাতে সার কারখানার গুদাম থেকে বিপুল পরিমাণ ধোঁয়া বের হতে দেখে কারখানার পক্ষ থেকে ফায়ার সার্ভিসকেখবর দেয়া হয়। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, ৩০০ ফুট দৈর্ঘ্যের গুদামটিতে রক ফসফেট ছিল।

প্রায় ২ ঘন্টা চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন ঐ কর্মকর্তা। তবে ধোঁয়া বন্ধ হতে আরও কিছুটা সময় লাগবে বলেও জানান তিনি।