গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত, পরিবার বলছে পুলিশ আটক করেছিল

গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত, পরিবার বলছে পুলিশ আটক করেছিল

শেয়ার করুন

যশোর প্রতিনিধি :

গুলিবিদ্ধ হয়ে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইউসুফ (৩০) নামে এক যুবক রোববার সকালে মারা গেছেন। তিনি যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার আব্দুল লতিফের ছেলে।

যশোর কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন জানান, রোববার রাতে শহরের টিবি ক্লিনিক এলাকায় ছিনতাইয়ের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে দুই দল সন্ত্রাসীর মধ্যে গুলি বিনিময়ের সময় ইউসুফ গুলিবিদ্ধ হন। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ ইউসুফকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সকাল  সোয়া ৯টার দিকে মারা যান তিনি।

তবে ইউসুফের ভাই ওমর শরিফ রাজা দাবি করেছেন, গত ৯ ডিসেম্বর রাত ৮টার দিকে শহরের চাঁচড়া মোড় থেকে পুলিশ ইউসুফকে আটক করে। পুলিশ যে মামলায় তাকে ধরেছিল, সে মামলায় ইউসুফ এজাহারনামীয় আসামি ছিল না।