গাজীপুরে ব্যবসায়ী মিলন হত্যা মামলায় ৭ জনের ফাঁসি

গাজীপুরে ব্যবসায়ী মিলন হত্যা মামলায় ৭ জনের ফাঁসি

শেয়ার করুন

আদালত রায়গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরে ব্যবসায়ী মিলন হত্যা মামলায় ৭ জনের ফাঁসির আদেশ দিয়েছেন জেলা জজ আদালত। সোমবার সকালে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতে বিচারক একেএম এনামুল হক এ আদেশ দেন।

পাওনা টাকা আদায় নিয়ে এ হত্যাকাণ্ড হয়। মামলার নথি থেকে জানা যায়, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি ভাওয়াল জাতীয় উদ্যানের সামনে আসামিরা মিলনের গতিরোধ করে এবং এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে।

খবর পেয়ে তার স্বজনরা মিলনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মিলনের মামা আকতার হোসেন বাদী হয়ে জয়দেবপুর থানায় ১০জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। রায় ঘোষণার সময় সাতজন আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক।