গাজীপুরে কঠোর লকডাউন, বিপাকে পড়েছে পোশাক কারখানার শ্রমিকরা

গাজীপুরে কঠোর লকডাউন, বিপাকে পড়েছে পোশাক কারখানার শ্রমিকরা

শেয়ার করুন

Screenshot (206)

।। মাজহারুল ইসলাম, মাসুম ।।

তৃতীয় দিনেও গাজীপুরের কঠোরভাবে পালিত হচ্ছে লকডাউন। জেলার ৫৪ টি স্থানে  জেলা এবং মহানগর পুলিশ তল্লাশি চৌকি বসিয়ে তল্লাশি চালাচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৬ টি মোবাইল কোর্ট মাঠে নামানো হয়েছে। অন্য জেলা থেকে কোন ধরনের যানবাহন গাজীপুর  রাজধানী ঢাকার উদ্দেশ্যে প্রবেশ করতে দেয়া হচ্ছে না ৫৪ টি প্রবেশপথেই যানবাহন। দূরপাল্লার যানবাহন বন্ধ থাকার কারণে  দু একটা রিকশা অটোরিকশা ব্যাটারি চালিত রিকশা চলতে দেখা যায়। নানা অজুহাতে ব্যক্তিগত গাড়ি কেমন প্রাইভেটকার চলাচল করতে দেখা যায়। যাত্রীবাহী পরিবহন বন্ধ থাকার কারণে বিপাকে পড়েছেন পোশাক কারখানায় কর্মরত শ্রমিকরা।  তাদেরকে পায়ে হেঁটেই কর্মস্থলে যেতে হচ্ছে। কেউ কেউ দু-একটা অটোরিক্সাযোগে যাচ্ছেন। তবে বেশির ভাগ তুমি কি যাচ্ছেন পায়ে হেঁটে। শ্রমিকদের কারখানা নিজস্ব ব্যবস্থাপনায় আনা নেয়ার কথা থাকলেও মালিকপক্ষ  পড়ছেন না ফলে গার্মেন্ট শ্রমিকদের নিজস্ব ব্যবস্থাপনায় যেতে হচ্ছে কারখানায়। করোনার ঊর্ধ্বগতি ঠেকাতে কঠোর এই লকডাউন বাস্তবায়নে পুলিশ এবং জেলা প্রশাসন আরও কঠোর অবস্থানে রয়েছে। পুলিশের পাশাপাশি রাস্তায় টহল দিতে দেখা গেছে সেনাবাহিনী, বিজিবি ও  র‍্যাব সদস্যদের।