গভীর সমুদ্রে ১২টি মাছধরা ট্রলারসহ শতাধিক জেলে নিখোঁজ

গভীর সমুদ্রে ১২টি মাছধরা ট্রলারসহ শতাধিক জেলে নিখোঁজ

শেয়ার করুন

 

পটুয়াখালী প্রতিনিধি :

গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে কুয়কাটার আলীপুর মৎস্য বন্দরের ১২টি মাছধরা ট্রলারসহ প্রায় শতাধিক জেলে নিখোঁজ রয়েছে।

আলীপুর মৎস্য ব্যাবসায়ী সমবায় সমিতির সভাপতি আনসার মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্রলারগুলোগুলো গত ৫-৬ দিন আগে মাছ ধরতে সাগরে যায়, মঙ্গলবার রাতে তারা সুন্দরবনের ফেয়ারওয়ে বয়ার নিকট অবস্থান করছিল। বুধবার সকাল থেকে তাদের সঙ্গে কোনরকম যোগাযোগ সম্ভব হয়নি।

এর মধ্যে এফবি মালিহা, এফবি সালেহা, এফবি মা-মনি, এফবি মায়ের দোয়া, এফবি ফারজি, এফবি শুকতারা, এফবি জাহানারা, এফবি তামান্না ট্রলারের নাম জানা গেছে। তবে মহিপুর কোস্টগার্ড ক্যাম্পের চিফ পেটি অফিসার তাদের কাছে ট্রলার নিখোঁজের বিষয়ে কোন তথ্য নেই বলে জানান।