খুলনায় ঈদুল আযহার আপেক্ষায় দিন গুনছে গরু ব্যবসায়ী ও খামারীরা

খুলনায় ঈদুল আযহার আপেক্ষায় দিন গুনছে গরু ব্যবসায়ী ও খামারীরা

শেয়ার করুন

khulna pic-1

।। মো:আতিয়ার রহমান, খুলনা অফিস ।।
খুলনায় ডুমুরিয়ার গরুর খামারীরা ঈদুল আযহাকে কেন্দ্র করে গড়ে উঠেছে
অনেক গরুর খামার।বিভিন্ন উপজেলায় খামরীরা ঈদুল আযহা উপলক্ষে গবাদিপশু
মোটা তাজা করার লক্ষ্যে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। বর্তমানে করোনা ভাইরাসের
কারণে এ উপজেলার হাট বাজার গুলোতে মাংসের চাহিদা তুলনামুলক ভাবে কম।
চলতি বছরে ঈদুল আযহায় করোনা ভাইরাসের আতঙ্কে গরু হাটে বিক্রি করা ও
বাজার দাম নিয়ে হতাশ হয়ে পড়ছে এখানকার খামারীরা।
খুলনা জেলার যে কয়টি গবাদি পশুর খামার আছে। তার মধ্যে সকল খামারী মালিকরা
দিন কাঁটাচ্ছে চরম দুঃশ্চিন্তার মধ্যে দিয়ে। প্রাই সকল গবাদিপশুর খামারী
মালিকরা প্রতি বছর কোরবানীর ঈদ আসার আগে থেকেই বিভিন্ন গ্রাম
এলাকা থেকে গরু, ছাগল, মহিষ সংগ্রহ করে নিজেদের খামারে এনে গবাদি
পশুগুলোকে দিন রাত অক্লান্ত পরিশ্রম ও অর্থ ব্যয় করে মোটা তাজা করে সামনে
কোরবানী ঈদকে লক্ষ্য রেখে লাভের প্রত্যাশায় থাকে প্রত্যেক খামারী মালিকরা।
কিন্তু গেল গত বছর হঠাৎ মহামারী করোনার কারণে আমাদের অনেক ক্ষতির
সম্মুখিন হতে হয়েছে। তবে দেশে গত বছর কোরবানীর ঈদের পর থেকে তিন চার
মাস যাবৎ করোনার পরিস্থিতি স্বাভাবিক হওয়াতে আমরা মনে করেছিলাম গত
বছরের লোকসানটা এবার কোরবানী ঈদে পুষিয়ে নিতে পারব।কিন্তু হঠাৎ করে গত
চারপাঁচ মাস যাবৎকরোনা বেড়ে যাওয়ার কারণে বারবার লকডাউন ও দেশ জুঁড়ে
গবাদি পশুর হাঁট বসতে না দেওয়ার আভাস বাংলাদেশ জনপ্রশাসন মন্ত্রণালয় ও
স্বাস্থ্য অধিদপ্তরের। নির্দেশ মোতাবেক যদি গবাদি পশুর হাঁট বসতে না দেওয়া
হয়।
তাহলে আমরা একেবারে পথে বসে যাবো তখন আর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান
থেকে নেওয়া ঋণ পরিশোধ করতে পারবো না। এখন ছোট বড় মিলিয়ে খুলনা জেলা
সহ আশপাশের থানা উপজেলা পর্যায়ে প্রাই ২ শত ৮৫টি খামার আছে।যেমন
খুলনা রূপসা এলাকাতেই আছে ৩৩ টি গবাদি পশুর খামার এছাড়া নগরীর
গল্লামারী, বাগমারা, মুসলমানপাড়া, বয়রা, খালিশপুর, টুটপাড়া সহ আরো
অনেক স্থানে।
থানা উপজেলা গুলির মধ্যে রয়েছে বটিয়াঘাট, দাকোপ, চালনা, ডুমুরিয়া, কয়রা,
পাইকগাছা, দীঘলিয়া, শাহাপুর ও তেরখাদা। তথ্য সূত্রে জানা যায় প্রতিটা
গবাদি পশুর খামারে কমপক্ষে গরু,ছাগল মিলে ৮-১০ টা থেকে শুরু করে ৮০-৮৫ টা
পর্যন্ত আছে।অন্য দিকে খুলনা জেলার প্রাণী সম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে
এবছর কোরবানী যোগ্য গবাদি পশু পালন করা হয়েছে ৫১ হাজার ২ শত ৯৪ টি।
কিন্তু জেলায় কোরবানী পশুরচাহিদা রয়েছে মোট ৮৪ হাজার ৭২৫টি। গবাদি পশুর
মোট ঘাটতি রয়েছে ৩৩ হাজার ৪৩১টি গত বছর করোনা সংক্রামণ থাকার কারণে
ঠিক মত গবাদি পশুর হাঁট না বসতে পারায় অন্যান্য বছরের ন্যায় তুলনা মূলকভাবে
কম সংখ্যক মোট ৭৩ হাজার ১৪৪টি পশু কোরবানী হয়েছিল।তবে চলতি বছর
সম্ভাব্য আগামী ২১ জুলাই কোরবানীর ঈদ হওয়ার সম্ভাবনা অনেকটাই নিশ্চিত।
এক্ষেত্রে প্রাণী সম্পদ কার্যালয় থেকে আরো জানান দেশে যদি মহামারী করোনা
নিয়ন্ত্রনে না আসে সেই ক্ষেত্রে সকল খামার ব্যবসায়ীদের অনলাইনের মাধ্যমে

গবাদি পশু বেঁচা কেনা করতে হবে।প্রাণীসম্পদ কার্যালয় থেকে একজন
কর্মকর্তা মোঃ শুকুর মুন্সি বলেন চলতি বছর গবাদি পশুর হাঁট না বসতে পারলে
সেই ক্ষেত্রে গবাদি পশুর যে ঘাটতি রয়েছে সেটা কিছু হলেও সামাল দেওয়া যাবে
বলে মন্তব্য করেন।
এদিকে ভুক্তোভোগী পশুখামার মালিকগণ অনলাইনে পশু বেঁচা কেনার আভাস পেয়ে
ক্ষোভ প্রকাশ করে বলেন আমরা অনেকেই অনলাইনের অনেক কিছুই বুঝিনা
জানিনা। পশু গুলি ঠিকমত বিক্রি করতে না পারি। তাহলে আমরা সকল খামারীরা
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে মোটা অংকের সুদ গুনতে হবে বলে জানান।
তাছাড়া খুলনা নগরীর গোয়ালখালী এলাকার খামার ব্যবসায়ী বেলায়েত মুন্সি (৪৮)
এর নিকট তানার খামার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমার খামারে
মোট গরু, ছাগল মিলিয়ে ২৮টি গবাদি পশু আছে।তার মধ্যে ছাগল মোট
১১টি এবং গরু আছে ১৭টি আমি খামার ব্যবসা করার জন্য পূবালী ব্যাংক
দৌলতপুর শাখা থেকে বসত বাড়ি জামানত রেখে ৮ লাখ টাকা ঋণ নিয়েছি। আর
এখন যদি এই পশুগুলো বিক্রি করতে না পারা যায় সেই ক্ষেত্রে ব্যাংকের টাকা সময়
মত পরিশোধ না করতে পারলে আমার বসত বাড়িটাই ব্যাংকের দখলে চলে যাবে বলে
দুঃখ প্রকাশ করেন তিনি।