কোভিড রোগীদের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল প্রস্তুত

কোভিড রোগীদের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল প্রস্তুত

শেয়ার করুন
।। মাজহারুল ইসলাম মাসুম, গাজীপুর ।। 
গাজীপুরে দিনদিন বাড়ছে করোনা রোগীর সংখ্যা। শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল। যেটিকে ইতিমধ্যেই কোভিড হাসপাতালের হিসেবে ঘোষণা করা হয়েছে। এদিকে  দীর্ঘ দশ দিন বন্ধ থাকার পর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে করোনার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার জন্য একমাত্র পিসিআর মেমিনটি আজ থেকে  চালু করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন যান্ত্রিক ত্রুটির কারণে পিসিআর মেশিনটি বন্ধ ছিল। এ মেশিনটি চালু হওয়ার পর মানুষের দুর্ভোগ কমে এসেছে, এখন থেকে করোনার নমুনা সংগ্রহ করে ২৪ ঘণ্টার মধ্যেই রিপোর্ট পেশ দেয়া সম্ভব হবে।
বর্তমানে এখানে ১শ টি বেড প্রস্তুত রাখা হয়েছে। আজ সকাল পর্যন্ত ৬৭ জন রোগী এখানে ভর্তি হয়েছেন। এছাড়া আইসিইউতে ৮ টি  সজ্জা রয়েছে এর মধ্যে সাতজন রোগী ভর্তি আছেন।  এখন পর্যন্ত পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার রয়েছে,  রোগীর সংখ্যা বৃদ্ধি পেলে সমস্যা হতে পারে, তবে সকল সমস্যা মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছেন এমনটি জানালেন হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ হাফিজ উদ্দিন।