কুড়িগ্রামে নছিমন উল্টে নিহত এক

কুড়িগ্রামে নছিমন উল্টে নিহত এক

শেয়ার করুন

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাটে গরু বোঝাই নছিমন উল্টে একজন নিহত ও সাতজন আহত হয়েছে। এসময় ১টি গরুও গুরুতর আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে, শনবিার ২৭ আগষ্ট দুপুর দেড়টায় রাজারহাট-তিস্তা সড়কের টেম্পুর বাজার সংলগ্ন এলাকায়।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা জানান, উলিপুর থেকে রংপুরগামী একটি গরু বোঝাই নছিমন টেম্পুর বাজার নামক স্থানে পৌঁছার আগেই টায়ার পাংচার হয়ে পার্শবর্তী খাদে পড়ে যায়। এতে নছিমনের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই লুৎফর রহমান (৫০) নামের এক গরু ব্যবসায়ী মারা যায়।

মৃত লুৎফর রহমান উলিপুর উপজেলার তবকপুর গ্রামের সমতুল্ল্যা ব্যাপারীর পুত্র। এ সময় একটি গরুও গুরুতর আহত হয়। এছাড়া গরু রক্ষনাবেক্ষনের দায়িত্বে থাাকা সফিকুল ইসলাম(৩৫), নুরুজ্জামান(৪৫), জাহেদুল ইসলাম(৪০), বাদশা মিয়া(৩২), আলমগীর হোসেন (৩০) ও আতাউর রহমান(৪২) আহত হয়।

আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহতদের বাড়ি একই এলাকায় বলে জানা যায়। খবর পেয়ে রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। এব্যাপারে রাজারহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রাজারহাট থানার অফিসার ইনচার্জ আ. রশিদ ও ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান রবীন্দ্রনাথ কর্মকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।