কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় করোনায় ৭ জনের মৃত্যু, আক্রান্ত ৯৫ জন

কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় করোনায় ৭ জনের মৃত্যু, আক্রান্ত ৯৫ জন

শেয়ার করুন

Adalot ovijan pic-2

ভ্রাম্যমান আদালতের অভিযান।  ছবি : এটিএন টাইমস
।। শরীফুল ইসলাম, কুষ্টিয়া ।।
কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় করোনায় আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় ২২৯ জনের
করেনা নমুনা পরীক্ষা করে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৫ জন। শনাক্তের হার ৪১.৪৮
শতাংশ। করোনা ডেডিকেটেট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগীর চাপ বাড়ছে
প্রতিনিয়ত। ২০০ বেডের বিপরীতে ২০৪ জন রোগী ভর্তি রয়েছে। সেখানে অক্সিজেনেরও
সংকট রয়েছে।
এদিকে লকডাউনের তৃতীয় দিনেও শহরে লোকসমাগম নেই বললেই চলে। প্রয়োজন ছাড়া
কাউকে বাসার বাইরে বের হতে দেখা যাচ্ছে না। তবে শহরের বড় বাজার ও পৌর কাঁচা
বাজারে মানুষের কিছুটা ভিড় রয়েছে।
জেলায় পুলিশের পাশাপাশি সেনা বাহিনীর টহল রয়েছে। সীমান্ত এলাকার বাজার ও
গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি’র টহল রয়েছে। করোনা স্বাস্থ্য বিধি না মানায় গতকাল শুক্রবার
জেলায় ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে ৩৬টি মামলায় ৩৮ জনের ১৮ হাজার ৮০০
টাকা অর্থদন্ড করা হয়েছে।