কুষ্টিয়ায় শেয়ালের কামড়ে ৫ জন আহত

কুষ্টিয়ায় শেয়ালের কামড়ে ৫ জন আহত

শেয়ার করুন

কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার দৌলতপুরে শেয়ালের কামড়ে এক বৃদ্ধাসহ ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে মমেজান খাতুন নামে এক বৃদ্ধাকে আশংকাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ভয়াবহ লোড শেডিংয়ের কারনে দৌলতপুরে কোথাও বিদ্যুৎ না থাকায় ওই গ্রামের মজি মন্ডল নিজ ঘরের বারান্দায় শুয়েছিল। এ সময় বাড়ি পার্শ্ববর্তী জঙ্গল থেকে আসা একটি শেয়াল মজি মন্ডলকে (৩৮) কামড়িয়ে ধরলে তার ছোট বোন রানু খাতুন (৩০) ঘটনাস্থলে ছুটে আসলে তাকেও কামড় দিয়ে পালানোর সময় প্রতিবেশী শুকচাঁদ মন্ডল (৪০), বৃদ্ধ মমেজান খাতুন (৭০) ও পথচারী জুয়েলকে (২০) কামড় দেয়।

শেয়ালের কামড়ে ৪ জনের হাত ও পা ক্ষত হলেও মুখমন্ডল ক্ষতবিক্ষত হয় মমেজান খাতুনের। আশংকজনক অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর থেকে ওই এলাকাবাসীর মাঝে শেয়াল আতংক বিরাজ করছে।