কুষ্টিয়ায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

কুষ্টিয়ায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

শেয়ার করুন

কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার ভেড়ামারায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সালাম নামে এক ডাকাত নিহত হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় ৪ ডাকাতকে উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার ভোর রাত ২টার দিকে ভেড়ামারা নয়মাইল নামক স্থানে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে।

র‌্যাব সূত্র জানায়, যাত্রীবাহী ঢাকা কোচ হানিফ পরিবহনে যাত্রীবেশে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের একটি টহল দল ভেড়ামারা নয়মাইল নামক স্থানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে জবাবে র‌্যাব সদস্যরাও গুলি চালায়। ‘বন্দুকযুদ্ধের’ এক পর্যায়ে ডাকাত সদস্যরা গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তাদের উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সালাম নামে ডাকাত সদস্যকে মৃত ঘোষণা করেন।

পায়ে গুলিবিদ্ধ অবস্থায় অপর ডাকাত সদস্য দেলোয়ার, আইনাল, খোকন ও আলমগীরকে হাসপাতালে ভর্তি করা হয়। বন্দুকযুদ্ধে হতাহত ডাকাতদের বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী এলাকায়।