কুষ্টিয়ায় নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ ধরার অপরাধে ৯ জেলের কারাদন্ড

কুষ্টিয়ায় নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ ধরার অপরাধে ৯ জেলের কারাদন্ড

শেয়ার করুন

শরীফুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে ৯ জেলেকে এক মাস করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিনুর রহমান জানান, মা ইলিশ সংরক্ষনে আজ শুক্রবার পদ্মা নদীর কুমারখালীর হাসিমপুর এলাকায় অভিযান চালানো হয়।

এসময় ৫ টি মাছ ধরা নৌকা, ২০ হাজার মিটার কারেন্ট জালসহ ৯ জেলেকে আটক করা হয়। পরে আটক ৯ জেলেকে আজ বিকেল ৪ টায় ভ্রাম্যমান আদালতে হাজির করে প্রত্যেককে ১ মাস করে কারাদন্ড দেওয়া হয় এবং জব্দকরা কারেন্ট জাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সামনে পুড়িয়ে ফেলার আদেশ দেন ভ্রাম্যমান আদালন। সেই সাথে জেলেদের কাছ থেকে জব্দকরা ৫ টি নৌকা স্থানীয়দের কাছে নিলামে বিক্রির আদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিনুর রহমান।