কুষ্টিয়ায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি : ২২৭ মণ্ডপে অনুষ্ঠিত হবে পূজা

কুষ্টিয়ায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি : ২২৭ মণ্ডপে অনুষ্ঠিত হবে পূজা

শেয়ার করুন

puja-pic
কুষ্টিয়া প্রতিনিধি :

আগামী ৭ অক্টোবর আমন্ত্রণ ও অধিবাসের মধ্যে দিয়ে শুরু হচ্ছে ৫ দিন ব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। আর এ উৎসবকে ঘিরে সারা দেশের ন্যায় কুষ্টিয়াতেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমা তৈরির শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়া ও রং তুলির স্পর্শে দেবী দুর্গাসহ অন্যান্য প্রতিমাগুলি যেন প্রাণবন্ত হয়ে উঠছে। এখন চলছে প্রতিমার দেহে শিল্পীদের রং তুলির শেষ আচর টেনে ও সাজ-সজ্জা করনের শেষ মুহূর্তের কাজ। ইতিমধ্যে অনেক মন্দিরে দেবী দুর্গার গায়ে রং তুলির শেষ আচর টেনে সকল প্রতিমা তৈরির কাজও শেষে করেছেন প্রতিমা শিল্পীরা।

সেই সাথে চলছে মন্দিরে আসা দর্শনার্থী ও ভক্তবৃন্দকে আকৃষ্ট করতে ব্যতিক্রর্মী সাজ সজ্জা করনে কাজ। দেবী দুর্গার আগমন বার্তায় সনাতন ধর্মাবলম্বীদের প্রতিটি ঘরে ঘরে চলছে উৎসবের আমেজ।

এ বছর জেলার ৬ টি উপজেলার ২২৭টি মণ্ডপে সার্বজনীন শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। যা গতবারের চেয়ে ৬টি মণ্ডপে বেশী পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এ উৎসব আয়োজন সফল করতে প্রতিটি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সার্বজনীন এ আয়োজনকে সফল করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রেখেছেন বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার প্রলয় চিসিম।