কুষ্টিয়ার মাথাভাঙ্গা নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মৃতদেহ উদ্ধার

কুষ্টিয়ার মাথাভাঙ্গা নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মৃতদেহ উদ্ধার

শেয়ার করুন

কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার দৌলতপুরে মাথাভাঙ্গা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নাসিম আরাফাত (১৮) নামে তাবলিগ জামায়াতে আসা এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হওয়ার প্রায় সাড়ে ৭ ঘণ্টা পর তার মৃতদেহ উদ্ধার হয়েছে। প্রাগপুর বাজারের নিকট মাথাভাঙ্গা নদীর তলদেশে কাশবনে সে আটকিয়ে ছিল। দীর্ঘক্ষণ স্থানীয়রা নদীতে সন্ধান চালিয়ে সন্ধ্যা ৭টার দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার প্রাগপুর পশ্চিমপাড়া গ্রামে বাইতুল উলুম মসজিদ কাম মাদ্রাসায় তাবলিগ জামায়াতে আসা নাসিম আরাফাত ও হযরত আলী পার্শ্ববর্তী সীমান্ত সংলগ্ন মাথাভাঙ্গা নদীতে গোসল করতে যায়। এসময় তারা নদীর স্রোতে ডুবে গেলে স্থানীয়রা হযরত আলীকে উদ্ধার করে গুরুতর অসুস্থ অবস্থায় কুষ্টিয়া হাসপাতালে প্রেরণ করে।

তবে ডুবে যাওয়া অপরজন নাসিম আরাফাতকে উদ্ধার অভিযান অব্যাহত থাকে। সে পার্শ্ববর্তী ভেড়ামারা উপজেলার মির্জাপুর গ্রামের বাকী বিল্লাহর ছেলে। উদ্ধার হওয়া হযরত আলী খোকসা উপজেলার কমরভোগ গ্রামের বকুল ইসলামের ছেলে।

এরা দু’জনই আল্লারদর্গা ইদ্রিস আলী বিশ্বাস ইসলামিয়া মাদ্রাসার ছাত্র। স্থানীয় ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল মাষ্টার জানান, মাথাভাঙ্গা নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র নাসিম আরাফাতের লাশ সন্ধ্যা ৭টার দিকে উদ্ধার হয়েছে।