কুষ্টিয়ার খোকসায় গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার

কুষ্টিয়ার খোকসায় গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার

শেয়ার করুন

vlcsnap-2021-06-16-13h45m56s430

ছবি : গ্রেনেড সদৃশ্য বস্তু ও নিরাপত্তা বেষ্টনী।

।। শরীফুল ইসলাম, কুষ্টিয়া ।।
কুষ্টিয়া ১৬ জুন ২০২১
কুষ্টিয়ার খোকসায় গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার করেছে খোকসা থানা পুলিশ। আজ বুধবার
দুপুরে এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বসোয়া গ্রামের
প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম বিশ্বাসের বাড়ি থেকে বস্তুটি উদ্ধার করা হয়। পরে বস্তুটি
মাঠের মধ্যে নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে সংরক্ষিত রাখা হয়েছে।
প্রয়াত বীর মুক্তিযোদ্ধার স্ত্রী মোছা. রিজিয়া বেগম জানান, প্রায় ১ মাস পূর্বে তার বসত
ঘরের পিছনে একটি শিমুল গাছ কাটার সময় মাটি সরাতে গিয়ে বস্তুটি পেয়ে তিনি ঘরে
রেখে দেন। আশপাশের লোকজন সকলেই দেখেছে কিন্তু কেউ কিছু বলতে পারে নাই।

vlcsnap-2021-06-16-13h45m14s565আজ বুধবার পুলিশ বাড়িতে এসে জানান এটি ক্ষতিকর বোমা। তিনি আরো জানান, তার
স্বামী মুক্তিযোদ্ধা ছিলেন সে সময় অনেক মুক্তিযোদ্ধা তাদের বাড়িতে আসা যাওয়া করতো,
হয়তো সেসময় কেউ এনে ফেলে দিয়েছিলো।
এ বিষয়ে খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, গ্রেনেড
সদৃশ্য বস্তু পাওয়া গেছে এক বীর মুক্তিযোদ্ধার বাড়িতে। আমরা প্রাথমিকভাবে বস্তুটি উদ্ধার
করে নিরাপদ স্থানে রেখেছি। পরবর্তীতে বোমা ডিসপোজাল টিম এসে উদ্ধার করে নিয়ে
যাবে। যেহেতু তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, ধারনা করা হচ্ছে যুদ্ধ পরবর্তীতে বস্তুটি এখানে
ফেলে দেয়া হয়েছে।