কুমিল্লা জেলায় এবার প্রার্থীর ছড়াছড়ি

কুমিল্লা জেলায় এবার প্রার্থীর ছড়াছড়ি

শেয়ার করুন

কুমিল্লা
কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লা জেলায় এবার প্রার্থীর ছড়াছড়ি।  ১১টি আসনে দলগত ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৩৪ জন।  তবে নেতারা আশা করছেন, শেষ পর্যন্ত প্রতি আসনে দলপ্রতি ১ জন করেই প্রার্থী থাকবেন।

কুমিল্লার জেলার ১১টি আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে কেন্দ্র থেকে সতর্ক করা হলেও, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারসহ ৩টি আসনে ৪ জন বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে শেষ পর্যন্ত তারা দলের সিদ্ধান্ত মেনে নেবেন বলেই মনে করা হচ্ছে।

কৌশলগত কারণে ১১ আসনে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের ২৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলার নেতারা বলছেন, শেষ পর্যন্ত তাদের একজন করে প্রার্থীই থাকবেন। যদিও তাদের অভিযোগ, দিন ঘনিয়ে এলেও নির্বাচনের মাঠ এখনো সমতল হয়নি।

১৪ দলের শরিক জাতীয় পার্টি কুমিল্লায় ৪টি আসনের দাবি করলেও, বিষয়টি এখনো চূড়ান্ত নয়। তবে ৯টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে দলটি। এছাড়াও কয়েকটি ইসলামী দল ও স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সব মিলিয়ে কুমিল্লার ১১টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৩৪ জন।
সট: মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, কুমিল্লা

নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে উৎসাহ-উদ্দীপনা। তবে, ভোটারদের প্রত্যাশা একটি শান্তিপূর্ণ নির্বাচন।