কুমিল্লায় বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা জব্দ, দুই নারীসহ গ্রেফতার ৫

কুমিল্লায় বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা জব্দ, দুই নারীসহ গ্রেফতার ৫

শেয়ার করুন

Cumilla (Madok Arrest 5) Pic-02, dt. 19-07-21

।। কুমিল্লা প্রতিনিধি ।।
কুমিল্লায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও গাঁজা জব্দ করা হয়েছে।
এসব অভিযানে দুই নারী ও একজন সাংবাদিক পরিচয়ের একজনসহ ৫ মাদক কারবারিকে
গ্রেফতার করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের টিম রবিবার গভীর রাতে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার দাউদকান্দি টোলপ্লাজা এবং চৌদ্দগ্রাম উপজেলার
ঘোলপাশা ইউনিয়নের শালুকিয়া গ্রামের একটি হাঁস-মুরগীর খামারে পৃথক এ
অভিযান পরিচালনা করে। সোমবার (১৯ জুলাই) দুপুরে সংশ্লিষ্ট থানায় তাদের বিরুদ্ধে
পৃথক মামলা হয়েছে বলে ডিবি কার্যালয় সূত্রে জানা গেছে।
পৃথক অভিযানে গ্রেফতারকৃতরা হচ্ছে- গোপালগঞ্জ জেলা সদরের বলাকৈর গ্রামের
সোলেমান শিকদারের ছেলে অহিদুল শিকদার (৪২), একই গ্রামের লাল মিয়ার ছেলে আবদুল
বাতেন (৪১), মুন্সিগঞ্জ জেলার সিরাজদী থানার খাসকান্দি গ্রামের অলিউল্লাহর স্ত্রী
জোসনা আক্তার (৩২), নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার কাঁচপুর বিসিক বালুর মাঠ
এলাকার সবুজ মিয়ার স্ত্রী হোসনা আক্তার (৪১) ও কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার
শালুকিয়া গ্রামের মৃত জুলফু মিয়ার ছেলে মাসুদ রানা রসুল ওরফে গোলাম রসুল (৫২)।
ডিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে জেলা ডিবি’র একটি টিম রবিবার
রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা
করে। এসময় ঢাকাগামী একটি সৌদিয়া সিলকী পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত
(এসি) যাত্রীবাহী বাসে (চট্টো-মেট্রো-ব ১১-১১৯১) তল্লাশী করাকালে বাসের যাত্রী
অহিদুল শিকদার, আবদুল বাতেন, জোসনা আক্তার ও হোসনা আক্তারের গতিবিধি
সন্দেহজনক দেখে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা নানাভাবে ছলচাতুরী শুরু করে।
একপর্যায়ে তারা তাদের পেটের ভিতর ইয়াবা ট্যাবলেট রয়েছে বলে স্বীকার করলে তাদের
গ্রেফতার করা হয়। পরে তাদেরকে কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার একটি প্রাইভেট
হাসপাতালে নিয়ে এক্স-রে করিয়ে অহিদুল শিকদার, জোসনা আক্তার ও হোসনা আক্তারের
পেটের ভেতর ইয়াবা ট্যাবলেট থাকার বিষয়টি নিশ্চিত করা হয়। এরপর তাদেরকে ডিবি
কার্যালয়ের হাজতখানায় নেয়ার পর তারা মলত্যাগ করলে ৩ জনের পেটের ভেতর থেকে একে
একে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ইয়াবা ট্যাবলেটের মোট ১৩০টি ক্যাপসল
আকৃতির প্যাকেট বের হয়ে আসে।

Cumilla (Madok Arrest 5) Pic-01, dt. 19-07-21প্রতিটি প্যাকেটে ৫০ পিস করে মোট ৬ হাজার
৫০০ পিস ইয়াবা ট্যাবলেট রয়েছে। ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতার অপর মাদক
ব্যবসায়ী আবদুল বাতেন নিজেকে একটি পত্রিকার (দৈনিক সবুজ বাংলা) সাংবাদিক বলে
পরিচয়পত্র দেখায় এবং সে সাংবাদিক পরিচয়ে ওই ৩ জনের মাধ্যমে চট্টগ্রাম থেকে
ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকাসহ বিভিন্ন স্থানে নিয়ে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে
আসছি বলে স্বীকার করেছে।
অপরদিকে একই রাতে ডিবি’র অপর একটি টিম জেলার চৌদ্দগ্রাম উপজেলার শালুকিয়া
গ্রামের একটি হাঁস-মুরগীর খামারে অভিযান পরিচালনা করে ওই খামারের মালিক মাসুদ
রানা রসুল ওরফে গোলাম রসুলকে গ্রেফতার করা হয়। এসময় ওই খামারে তল্লাশী করে ৪টি
চটের ও ২টি প্লাস্টিকের বস্তায় ভর্তি গাঁজা জব্দ করা হয়। এসব বস্তা থেকে ৩৭টি
পোটলায় ২ কেজি করে মোট ৭৪ কেজি গাঁজা পাওয়া যায়। অভিযানের বিষয়টি টের
পেয়ে তার ছেলে রিয়াদ (২৫) ও ছেলের বন্ধু হৃদয় (২০) পালিয়ে গেছে বলে ডিবির
জিজ্ঞাসাবাদে খামার মালিক গোলাম রসুল জানিয়েছে।

জেলা ডিবি’র ওসি মো. আনওয়ারুল আজীম জানান, পৃথক অভিযানে ১৯ লাখ ৫০ হাজার
টাকা মূল্যের ৬ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৭ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৭২
কেজি গাঁজা জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক
মামলা হয়েছে।