কুমিল্লায় গোমতী নদীতে চাঁদাবাজি বন্ধের দাবিতে অবস্থান ধর্মঘট পালন

কুমিল্লায় গোমতী নদীতে চাঁদাবাজি বন্ধের দাবিতে অবস্থান ধর্মঘট পালন

শেয়ার করুন
Kumilla
ছবি -এটিএন টাইমস
।। খোকন চৌধুরী,  কুমিল্লা ।। 
কুমিল্লার দাউদকান্দির গোমতী নদীতে বালু বোঝাই প্রতি ভলগেট থেকে চাঁদাবাজির করার প্রতিবাদে অবস্থান ধর্মঘট করছে দাউদকান্দি – গজারিয়া ভলগেট পরিবহন মালিক সমিতি।
রোববার দুপুর দাউদকান্দি গোমতী ব্রীজ এলাকায় শুরু হওয়া ধর্মঘট চলবে বিকাল ৫টা পর্যন্ত।
এসময় তারা অভিযোগ করেন নদীর প্রায় ১০ কিলোমিটার এলাকায় অন্তত ১০টি স্থানে চাঁদাবাজদের ভয়কংর সাম্রাজ্য গড়ে ওঠেছে। আইনশৃংখলা বাহিনীর নজরদারি ফাঁকি দিয়ে জলসন্ত্রাসীরা এসব চাঁদাবাজি কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। অবিলম্বে চাঁদাবাজি বন্ধে নৌ পুলিশের নজরদারি বাড়নোর দাবি জানান তারা। তারা জানান,  প্রতিটি ভলগেট থেকে ৩০০ থেকে ৫০০ টাকা চাঁদা আদায়সহ প্রায় ৩শ ভলগেট থেকে প্রতিদিন বিপুল পরিমাণ চাঁদা আদায় করে একটি অসাধু চক্র।
এসময় বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী সুমন, মালিক ভলগেট মালিক সমিতির সভাপতি মেহেদী হাসান টিপু,  মাহবুব মোল্লা, সাধারণ সম্পাদক  শাহাদত হোসেনসহ অন্যান্যরা।