কালো রাতের সাক্ষী সুরেশ দাসের শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন

কালো রাতের সাক্ষী সুরেশ দাসের শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন

শেয়ার করুন

suresh

সুনামগঞ্জ প্রতিনিধি:

মুক্তিযুদ্ধের সংগঠক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট সুরেশ চন্দ্র দাসের শেষ কৃত্যানুষ্ঠান সুনামগঞ্জের ধোপাখালি শ্মশানঘাটে শুক্রবার সম্পন্ন হয়েছে।

এর আগে সকাল ১০ টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর লাশ রাখা হলে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শেষ শ্রদ্ধা জানান। পরে রাষ্ট্রীয় সম্মান জানানোর পর শহরের ধোপাখালি শ্মশানঘাটে প্রয়াত সুরেশ দাসের শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়।

১৯৭১’র ২৫ মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে পাক হায়েনাদের বর্বরতার স্বাক্ষী মুক্তিযুদ্ধের সংগঠক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট সুরেশ চন্দ্র দাস বৃহস্পতিবার সন্ধ্যায় মারা যান।

বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনে যাওয়ার পথে সিলেটে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানেই বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় ইহলোক ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

captureতিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। অ্যাডভোকেট সুরেশ দাসের জন্মভূমি সুনামগঞ্জের শাল্লা উপজেলার শাল্লা ইউনিয়নের রহমতপুর নোয়াগাঁও গ্রামে।

সুরেশ দাস’র মৃত্যুর খবরে সুনামগঞ্জের রাজনৈতিক অঙ্গন-সাংস্কৃতিক অঙ্গনসহ সর্বত্র শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার রাতে তাঁর মরদেহ সুনামগঞ্জ শহরের জামাইপাড়ার বাসভবনে নিয়ে আসলে শহরের রাজনৈতিককর্মী ও সাংস্কৃতিক কর্মীরা এক নজর দেখার জন্য ভীড় জমান।

সুরেশ চন্দ্র দাসের মৃত্যুতে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা সুরঞ্জিত সেন গুপ্ত এমপি, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি, মুক্তিযোদ্ধা-সাংবাদিক সালেহ্ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, মুহিবুর রহমান মানিক এমপি, কমনওয়েলথ জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি, বর্তমান প্রেসিডেন্ট ইমেরিটাস হাসান শাহরিয়ার, প্রখ্যাত সাংবাদিক-মুক্তিযোদ্ধা সালেহ্ চৌধুরী, সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. শেরেনুর আলী প্রমুখ শোক জানিয়েছেন।

অ্যাডভোকেট সুরেশ দাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা থাকা অবস্থায় ১৯৬৯’এর গণঅভ্যুত্থানের আন্দোলনে প্রথম সারির ছাত্রনেতা ছিলেন। ১৯৭১ সালের ২৫ শে মার্চ পাকিস্তানী হানাদার বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে বর্বরোচিত গণহত্যা চালিয়ে কয়েক’শ ছাত্র শিক্ষক কর্মচারীকে নির্মমভাবে হত্যা করে। ঐ হত্যাকান্ডে যে কয়েকজন ভাগ্যবান বেঁচে গিয়েছিলেন সুনামগঞ্জের প্রখ্যাত আইনজীবী সুরেশ চন্দ্র দাস তাঁদের একজন।