কালিয়াকৈরে সরকারি খাস পুকুরের জায়গা দখল করে বহুতল বাড়ি নির্মাণের অভিযোগ

কালিয়াকৈরে সরকারি খাস পুকুরের জায়গা দখল করে বহুতল বাড়ি নির্মাণের অভিযোগ

শেয়ার করুন
received_110600014431099

সালাহ উদ্দিন সৈকত, কালিয়াকৈর, গাজীপুরঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় সরকারি খাস পুকুরে অবৈধ অনুপ্রবেশ কারীরা ভবন নির্মাণে মেতে উঠেছেন।উপজেলার বিভিন্ন এলাকায় পুকুর দখল করে নিজেরা বহুতল ভবন নির্মাণ করে চলেছেন একটি চক্র। ইউনিয়ন ভূমি কর্মকর্তার সাথে যোগসাজশ করে তারা পুকুর ভরাট করে একাধিক বহুতল বাড়ি নির্মাণ করছে।কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন কৌচাকুরি মৌজার খতিয়ান এস এ ০১ দাগ এস এ ৮৮০ -৮৯০ আর এস ১৪৩৪- ১৪৩৫মোট ১.০৬ শতাংশ একটি সরকারি খাস পুকুর।বর্তমানে কয়েক কোটি টাকা মূল্যের  জায়গা।এই জায়গায় গাজীপুর জেলা প্রশাসকের একটি সাইনবোর্ডে লেখা “ইহা সরকারি খাস পুকুর অবৈধ অনুপ্রবেশ নিষেধ”।ঠিক এই সাইনবোর্ড এর সাথেই একটা দোতলা বাড়ি নির্মিত তার পাশে নতুন করে মোফাজ্জল নামে এক ব্যক্তি পাঁচতলা বহুতল বাড়ি নির্মাণ করছেন।মোফাজ্জল হোসেন বলেন,”উপজেলা নির্বাহী কর্মকর্তার পারমিশন নিয়েই করা হচ্ছে।”

তাঁর কথামতো প্রথমে সফিপুর ভূমি অফিসে নায়েবের সাথে তার অফিসে যোগাযোগে জানা যায়,”সরকারি সম্পত্তিতে কোনো স্থাপনা করা যায় না,বহুতল ভবন তো দূরের কথা।”
সফিপুর ভূমি সহকারি কর্মকর্তা মোহাম্মদ আলী হোসেন আরো জানান,মোফাজ্জলের বহুতল ভবনের কাজ আজই বন্ধ করা হবে। সরকারি খাস পুকুর ভরাট করে বহুতল ভবন নির্মাণের কথা আমার জানা নেই।”
received_1125052484624859
ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ আলী হোসেন তার অফিস সহকারি মিজানুর রহমানকে ডেকে ওই খাস পুকুর এর যাবতীয় কাগজপত্র দেখে সাথে সাথে মোফাজ্জলকে ডেকে নিয়ে আসেন। এরপর ভূমি সহকারী কর্মকর্তা মোঃ আলী হোসেন জানান এখন থেকে কাজ বন্ধ থাকবে।ভবিষ্যতেও বহুতল ভবনের কাজ করতে পারবে না।
কিন্তু গত ১৫/০৪/২০২১ইং বৃহস্পতিবার সকালে আবারো ছাদ ঢালাইয়ের কাজ করে।
গত ১৮/০৪/২০২১ইং রবিবার উপজেলা নিবার্হী কর্মকর্তা কাজী হাফিজুল আমিনকে বিস্তারিত বিষয়টি জানানো হলে, তিনি ফোনে সহকারি কমিশনার (ভূমি)মোহাম্মদ আদনান চৌধুরীকে মোফাজ্জল নামে এক ব্যক্তি বহুতল ভবন নির্মাণের কথা অবহিত করেন।
আদনান চৌধুরী আরো জানান,”লকডাউন শিথিল হলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
গত ০৬/০৫/২০২১ইং রোজ বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন জায়গাটি পরিদর্শন করতে আসেন।