কালিয়াকৈরে শিল্প-প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা রোধকল্পে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালিয়াকৈরে শিল্প-প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা রোধকল্পে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেয়ার করুন
IMG_20210615_142557
ছবি- এটিএন টাইমস
।। সালাহ উদ্দিন সৈকত, কালিয়াকৈর, গাজীপুর ।।
‘শ্রমিক বাঁচাও,শিল্প বাঁচাও,বাঁচাও দেশ’-এই স্লোগানে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে শিল্প-প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা,ভাংচুর,অগ্নিসংযোগ,শ্রমিক অসন্তোষ নিরসন ও শিল্পপ্রতিষ্ঠান রক্ষার্থে বি.জি.এম.ই.এ কর্মকর্তা,শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তা ও শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুন) দুপুরের উপজেলার সফিপুর খাজা বদরুদদোজা মডার্ণ হাসপাতালের সভাকক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্ধোধন করেন,মৌচাক ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ লোকমান হোসেন।আলোচনায় শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার তুলে ধরেন শ্রমিক নেতাবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,বি.জি.এম.ই.এ এর ভাইস প্রেসিডেন্ট ও সাদমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাসির উদ্দিন,খাজা বদরুদদ্দোজা মর্ডান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ বখতিয়ার হোসেন,কালিয়াকৈর গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি রওশন আলী বাবু,সাধারন সম্পাদক রফিক দেওয়ান,গাজীপুর জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক খন্দকার মফিজুর রহমান লিটন,শ্রমিক ফেডারেশনের অন্যান্য নেতাকর্মীরা।