কালিয়াকৈরে হাইওয়ে পুলিশের প্রায় দুই লক্ষাধিক টাকা জরিমানা আদায়

কালিয়াকৈরে হাইওয়ে পুলিশের প্রায় দুই লক্ষাধিক টাকা জরিমানা আদায়

শেয়ার করুন

IMG_20210729_205630।। সালাহ উদ্দিন সৈকত,কালিয়াকৈর,গাজীপুর।।

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় বৃহস্পতিবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে হাইওয়ে ট্রাফিক পুলিশ চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন গাড়িকে মামলা ও জরিমানা করা হয়েছে।কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় গত ২৪ ঘন্টায় হাইওয়ে পুলিশের চেকপোস্ট বসিয়ে এক লক্ষ ৯৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে,কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় গত ২৪ ঘন্টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশের দুটি চেকপোস্ট বসিয়ে ৭৯টি যানবাহন ও অযান্ত্রিক গাড়িকে মামলা দিয়ে এক লক্ষ ৯৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে। সরকারি কঠোর লকডাউন কার্যকর করতে হাইওয়ে পুলিশ মহাসড়কে তৎপর রয়েছে। অযান্ত্রিক গাড়ি চলতে না দেওয়ায় মহাসড়কে যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। পুলিশের চেকপোষ্টে ব্যক্তিগত গাড়ির মধ্যে অসুস্থ রোগীর গাড়ি সংখ্যায় বেশি চলাচল করছে। মানুষ বিভিন্ন অজুহাতে ঢাকায় প্রবেশের চেষ্টা করছে। যাত্রীদের অজুহাতের কোন কমতি নেই। হাইওয়ে পুলিশ যুক্তিসংগত কারণ ছাড়া কাউকে ঢাকার দিকে ঢুকতে দিচ্ছে না।

সালনা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি)মীর গোলাম ফারুক জানান, সরকারি কঠোর লকডাউনের কার্যকর করতে হাইওয়ে পুলিশ তৎপর রয়েছে। পস মেশিনের মধ্যে দুটি চেকপোস্ট বসিয়ে ২৪ ঘন্টায় ৭৯ টি যানবাহন ও অযান্ত্রিক গাড়ি কে মামলা দিয়ে জরিমানা করা হয়েছে।