কালিয়াকৈরে বিপুল পরিমাণ অবৈধ চায়না রিং ও কারেন্ট জাল জব্দ

কালিয়াকৈরে বিপুল পরিমাণ অবৈধ চায়না রিং ও কারেন্ট জাল জব্দ

শেয়ার করুন

 

।। সালাহ উদ্দিন সৈকত, কালিয়াকৈর, গাজীপুর।।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ী এলাকার আষাঢ়িয়াবাড়ি গ্রামের পাশে বহমান আলোয়ার বিলে মঙ্গলবার উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালানো হয়। অভিযানে ২৮০০ ফিট চায়না রিং জাল,২৫০০ মিটার কারেন্ট জাল জব্দ হয়। যার আনুমানিক মূল্য প্রায় দুই লাখ টাকা। জব্দকৃত জালগুলো উপজেলায় এনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সলিমুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন,কালিয়াকৈর থানার এস আই মামুন, উপজেলা ক্ষেত্র সহকারী মুসলেউদ্দিন, উপজেলা ক্ষেত্র সহকারী জিয়াউর রহমান, মৎস্য অফিসের কম্পিউটার অপারেটর জুয়েল রানা, খোকনসহ কালিয়াকৈর থানা পুলিশ।