কালিয়াকৈরে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের হার ৮২ শতাংশ

কালিয়াকৈরে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের হার ৮২ শতাংশ

শেয়ার করুন

।। সালাহ উদ্দিন সৈকত, কালিয়াকৈর, গাজীপুর ।।

গাজীপুরের জেলার কালিয়াকৈর উপজেলায় হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। করোনার সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়লেও স্বাস্থ্যবিধি মানছে না অধিকাংশ মানুষ। করোনা ভাইরাস সংক্রমণের হার উদ্বেগজনক হারে বাড়ায় গাজীপুর জেলাসহ সারাদেশে কঠোর বিধি-নিষেধ চলছে। কঠোর বিধি-নিষেধের প্রথমদিকে কিছুটা মানুষজন স্বাস্থ্যবিধি মানলেও বর্তমানে অনেকটা গা ছাড়াভাবে চলছে। যদিও প্রশাসনের তৎপরতার কমতি নেই।

গাজীপুর জেলা সিভিল সার্জন অফিস সূত্রে দেখা যায়, কালিয়াকৈর উপজেলার গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, “কালিয়াকৈর উপজেলায় গত ২৪ ঘন্টায় ৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩২ জনের করোনা পজেটিভ হয়েছে। এই নিয়ে করোনার শুরু থেকে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৭১৪১জন,তার মধ্যে শনাক্ত হয়েছে ১৭৯৯ জন এবং ১৪৪৮ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। হাসপাতালে রোগী ভর্তি হয়েছে ৫৪ জন। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৩২
জন।”