কাবা শরীফ নিয়ে ব্যঙ্গচিত্র : রসরাজ দাসের পাঁচ দিনের রিমান্ড

কাবা শরীফ নিয়ে ব্যঙ্গচিত্র : রসরাজ দাসের পাঁচ দিনের রিমান্ড

শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

ফেসবুকে পবিত্র কাবা শরীফ নিয়ে ব্যঙ্গচিত্র পোস্ট করার অভিযোগে গ্রেপ্তার রসরাজ দাসের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুলতান সোহাগ উদ্দিন রসরাজের এ রিমান্ড মঞ্জুর করেন। নাসিরনগর থানায় দায়েরকৃত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মামলায় পুলিশ রসরাজের ৭ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৯ অক্টোবর রসরাজ দাস তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে কাবা শরীফ নিয়ে ব্যঙ্গচিত্র পোস্ট করে। এ ঘটনায় উত্তেজনা সৃষ্টি হওয়ায় ঐদিন দুপুরেই রসরাজকে আটক করে নাসিরনগর থানা পুলিশ। তবে রসরাজ এই পোস্ট দেয়নি বলে বরাবরই অস্বীকার করে আসছে।

অন্যদিকে হামলার ভিডিও ফুটেজ দেখে মহিউদ্দিন আহমেদ ওরফে বেলাল নামে একজনকে বৃহস্পতিবার ভোরে আটক করেছে পুলিশ। এ নিয়ে হামলার ঘটনায় ১০ জনকে আটক করা হলো।