করোনা ভ্যাক্সিন ট্রায়ালের জন্য বানর ধরতে গিয়ে গ্লোব বায়োটেকের দুই কর্মী হেনস্থা

করোনা ভ্যাক্সিন ট্রায়ালের জন্য বানর ধরতে গিয়ে গ্লোব বায়োটেকের দুই কর্মী হেনস্থা

শেয়ার করুন

Screenshot (220)

ছবি-এটিএন টাইমস

।। মাজহারুল ইসলাম মাসুম, গাজীপুর ।।

গাজীপুরে স্থানীয় প্রশাসনকে না জানিয়ে বানর ধরতে এসে গ্লোব বায়োটেকের বঙ্গভ্যাক্স ভ্যাকসিন বিভাগের পাবলিক রিলেশন অফিসার মো.আনিছুর রহমানসহ ২ কর্মকর্তাকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। সকালে জেলার শ্রীপুরের বরমী বাজার এলাকায় চেতনা নাশক ইনজেকশন দিয়ে ৭ টি বানরকে অচেতন করেন গ্লোব বায়োটেকের ওই দুই কর্মকর্তা। এ খবর ছড়িয়ে পড়ায় মুহূর্তের মধ্যে শত শত মানুষ তাদের ঘেরাও করেন। পরে পুলিশকে খবর দিলে অচেতন বানর গুলোকে উদ্ধার করে ২ কর্মকর্তাকে আটক করে থানায় নিয়ে যায়। তবে স্থানীয় বন্য প্রাণী বিভাগের কর্মকর্তা তবিবুর রহমান জানায়, বঙ্গভ্যাক্স করোনা ভ্যাকসিন বানরের শরীরে ট্রায়েলের জন্য গাজীপুরের বনাঞ্চল থেকে ৫৬টি বানর ধরার অনুমতি রয়েছে। এর কয়েকদিন আগেও তারা বেশ কয়েকটি বানর রাজেন্দ্রপুর চৌরাস্তায় থেকে ধরেছে। তবে তাদের আজকের বানর ধরার বিষয়টি বন্য প্রাণী বিভাগ অবগত ছিল না। যার কারনেই সাধারণ মানুষের মধ্যে একটি ভ্রান্ত ধারণার সৃষ্টি হয়। এব্যাপারে ঢাকা বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ভাওয়াল রেঞ্জের ফরেষ্ট রেঞ্জ কর্মকর্তা মাসুদ রানা জানান এখানে বিভ্রান্তির কোন কারন নেই। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে করোনার সর্বশেষ পরীক্ষা মুলক গবেষনার জন্য বানর দরকার হয়। তাই গ্লোব বায়োটেক বানর ধরার এই কার্যক্রম পরিচালিত হয়।