কথিত বন্দুকযুদ্ধে চট্টগ্রাম ও কুষ্টিয়ায় নিহত পাঁচ

কথিত বন্দুকযুদ্ধে চট্টগ্রাম ও কুষ্টিয়ায় নিহত পাঁচ

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

চট্টগ্রাম ও কুষ্টিয়া র‍্যাব ও পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ৫ ডাকাত নিহত হয়েছে।

র‌্যাব জানায় শুক্রবার রাত পৌনে ৩টায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের নিজামপুর এলাকায় র‍্যাবের একটি দল টহল দিচ্ছিল। এ সময় র‍্যাবের গাড়িটিকে যাত্রীবাহী বাস মনে করে হামলা চালায় ডাকাতদল।  র‍্যাব সদস্যরা আত্মরক্ষার্থে গুলি করে। এতে ৩ ডাকাত ঘটনাস্থলে নিহত হয়।

ঘটনাস্থল থেকে ৩টি বিদেশি পিস্তল ও ২টি ওয়ান স্যূটার গান উদ্ধার করা হয়। অপরদিকে, কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া-ভেড়ামারা সড়কের গোবিন্দবুনিয়ায়, একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপনসূত্রে সংবাদ পেয়ে পুলিশ সেখান অভিযান চালায়।

এ সময় পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে ডাকাতরা। পরে পুলিশ গুলি করলে উভয়পক্ষের বন্দুকযুদ্ধ হয়।  এতে ২ ডাকাত নিহত হয়। এ সময় মিরপুর থানার ওসিসহ ৫ পুলিশ সদস্য আহত হন।