কক্সবাজারের পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের সরিয়ে নেযা হবে

কক্সবাজারের পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের সরিয়ে নেযা হবে

শেয়ার করুন

base_1491325433-DSC_1020-(1)কক্সবাজার প্রতিনিধি :

আজকের মধ্যে কক্সবাজার শহরের পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের সরিয়ে নেযা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন।

রোববার রাতের মধ্যেই ঝুঁকিতে বাস করা লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিলেনতিনি। কিন্তু প্রশাসনের কথায় গুরুত্ব দেননি বসবাসরতরা। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপে প্রবল বর্ষণের কারণে ভূমিধসের আশঙ্কায় জরুরিভাবে তাদের সরে যেতে বলা হয়।

ঘোষণায় বলা হয়, টানা বৃষ্টিতে কক্সবাজার শহরের ৬, ৭, ৮, ৯, ১০ ও ১২নং ওয়ার্ড এলাকায় ভূমিধ্বসের প্রবল আশঙ্কা রয়েছে। এতে ব্যাপক প্রাণহানি ঘটতে পারে। তাই পাহাড়ের ঢাল, পাদদেশ এবং নিকটবর্তী স্থানের বসবাসকারী লোকজনকে রোববার রাতের মধ্যে নিরাপদ স্থানে সরে যেতে হবে। এ ঘোষণায় কাজ না হওয়ায় , আজ তাদের সরে যেতে বাধ্য করা হবে বলে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।