ওরা মাশরাফিকে দেয়া কথা রাখেনি

ওরা মাশরাফিকে দেয়া কথা রাখেনি

শেয়ার করুন
Narail-02
নড়াইলে প্রতিপক্ষের হামলায় বসতবাড়িতে ভাংচুরের চিহ্ন। ছবি-এটিএন টাইমস

।। কার্ত্তিক দাস, নড়াইল ।।

দীর্ঘদিন ধরে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়া উপজেলার পাংখারচর গ্রামের
বুলবুল কাজীর সঙ্গে একই গ্রামের লিচু কাজীর দন্দ্ব সংঘাত চলে আসছে। এরই জের ধরে রোববার (৩১ মে)
রাত ১২টার দিকে বুলবুল কাজী পক্ষের সমর্থকদের ৫টি পরিবারের বাড়িঘর ভাংচুরসহ লুটপাটের ঘটনা ঘটেছে।
বুলবুল কাজীর অভিযোগ লিচু কাজীর নেতৃত্বে তার লোকজন রোববার রাত ১২টার দিকে আমার বাড়িসহ ৫টি
পরিবারের বাড়ী-ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুরসহ লুটপাট করা হয়েছে। তিনি দাবি করেন দুর্বৃত্তরা আমার
বাড়ির আসবাবপত্রসহ নগদ ২ লাখ টাকা,দুই ভরি সোনার গহনা লুট করে। এছাড়া লুলু কাজীর ঘর থেকে নগদ
৮৩ হাজার ৩০০ টাকা এবং ৪ভরি সোনার গহনা লুট করে।
লিচু কাজীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে ফোন বন্দ পাওয়া যায়।
এলাকার ১৫ জন মুরুব্বীরা সঙ্গে কথা বলে জানা গেছে, বুলবুল কাজী আর লিচু কাজী নিকটাত্মীয়। এলাকার
অধিপত্য বিস্তার নিয়ে এই দুই কাজীর মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ-সংঘাত চলে আসছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র
তারা যখন তখন সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে ঢাল সড়কি,রাম দাসহ দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয়।
অনেক সময় ভাড়াটে সন্ত্রাসী আমদানী করে আগ্নেয়াস্ত্রের মহড়া চলে। দুই কাজীর অত্যাচারে এলাকার মানুষ
অতিষ্ঠ। দুটি পক্ষের নামে থানায় একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। এলাকার মানুষের দাবি আমরা দুই
কাজীর অত্যাচারের হাত থেকে পরিত্রাণ চাই। এলাকায় শান্তিভাবে বসবাস করতে চাই।
গত ১৮ মে বিকেলে এলাকার শান্তি বজায় রাখতে এবং দুই পক্ষের সংঘাত মেটাতে পাংখারচর গ্রামে একটি
শান্তি সভার আয়োজন করা হয়। ওই সভায় নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মোর্তোজাসহ ,দুই পক্ষের
লোকজন, পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন। সভায় সাংসদ মাশরাফি বিন মোর্তোজা এলাকায় শান্তি শৃঙ্খলা
বজায় রাখতে দুই পক্ষের নেতাকে অনুরোধ করেন। মাশরাফিকে ওরা কথা দেন আগামিতে আর এ ধরণের ঘটনা
ঘটবে না। কিন্তু ওরা সাংসদের কথা রাখেনি। ১৩ দিন পার হতে না হতেই আবার সংঘাতে মেতে উঠেছে।
এলাকার স্কুল শিক্ষক ছলেমান শেখ,শিক্ষার্থী ইয়াকুব হোসেন বলেন,ওরা মন্দ লোক। ওরা মাশরাফির কথা
রাখেনি। এলাকার শান্তি নষ্ট করার জন্য এবং ওয়াদা খেলাপের জন্য ওদের শাস্তি হওয়া উচিৎ।
বাড়ি-ঘরে হামলাসহ লুটপাট সম্পর্কে জানতে চাইলে লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান এটিএন
টাইসমকে বলেন,নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মোর্তোজা স্যারের উপস্থিতিতে পাংখারচর গ্রামের
দুই কাজূীর সমর্থকদের দ্বন্দ-সংঘাত মেটাতে চেষ্টা করা হয়। ওরা ওয়াদাও করেন। তবুও দুই পক্ষের মধ্যে
আবারও সংঘাতসহ বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। তিনি বলেন,আজ সোমবার বিকেল পর্যন্ত
থানায় কেউ অভিযোগ করেনি।