এ সরকারের আমলে পাহাড়ে দৃশ্যমান টেকসই উন্নয়ন সাধিত হয়েছে -পার্বত্য মন্ত্রী

এ সরকারের আমলে পাহাড়ে দৃশ্যমান টেকসই উন্নয়ন সাধিত হয়েছে -পার্বত্য মন্ত্রী

শেয়ার করুন

 

IMG_20210827_123429

।। বান্দরবান প্রতিনিধি ।।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, ‘বর্তমান সরকার পাহাড়ের মানুষের প্রতি আন্তরিক। এ সরকারের আমলে পাহাড়ে দৃশ্যমান টেকসই উন্নয়ন সাধিত হয়েছে। মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য সরকার সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে। আজ শুক্রবার সকালে বান্দরবান শহরের কেজি স্কুল সংলগ্ন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন ভবন উদ্বোধনের সময় তিনি সাংবাদিকদের একথা বলেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে প্রায় সাড়ে ৩২ লক্ষ টাকা ব‍্যায়ে এই মাদ্রাসা ভবনটি নির্মাণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইয়াসির আরাফাত, প্রকল্প পরিচালক আব্দুল আজিজ, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুস সোবহান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মন্ত্রী পরে মাদ্রাসা পরিদর্শন করেন ও সেখানকার এতিম শিক্ষার্থীদের পড়ালেখার খোঁজখবর নেন।