উত্তরাঞ্চলে টানা বর্ষণে বাড়ছে বন্যার পানি

উত্তরাঞ্চলে টানা বর্ষণে বাড়ছে বন্যার পানি

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

উজান থেকে নেমে আসা পানি আর গত কয়েকদিনের বর্ষণে দেশের উত্তরাঞ্চলের কয়েক জেলায় বন্যার পানি বাড়ছে। বগুড়ায় যমুনায় পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেখোনে পানিবন্দী অন্তত ৫ হাজার মানুষ। বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিতে শুরু করেছে নিম্নাঞ্চলের মানুষ।

গাইবান্ধায় বহ্মপুত্র নদের পানি বিপদসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ঘর-বাড়ি পানিতে ডুবে যাওয়ায় গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন স্থানীয়রা।

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায়, প্লাবিত হয়ে পড়েছে দেড় শতাধিক গ্রাম। চিলমারী, উলিপুর ও সদর উপজেলার ১৫টি ইউনিয়নে লক্ষাধিক মানুষ পানিবন্দি। নলকুপগুলো তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে খাবার পানির সংকট। এদিকে সিলেট ও মৌলভীবাজারের পানি নামতে শুরু করেছে।