ইলিশে সয়লাব চাঁদপুর

ইলিশে সয়লাব চাঁদপুর

শেয়ার করুন

images

চাঁদপুর প্রতিনিধি :

দক্ষিণাঞ্চলের ইলিশের জন্য বিখ্যাত জেলা চাঁদপুর এখন ইলিশে সয়লাব। আড়তগুলো এখন দিন-রাত ব্যস্ত। অবস্থা এমনই যে ইলিশ সংরক্ষণে টান পড়ছে বরফে।

সকাল থেকে কী ভীষণ কর্মব্যস্ততা চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকার এই মৎস্য আড়তে। হবে নাই বা কেন? চলছে ইলিশের ভরা মৌসুম। পদ্মা-মেঘনাসহ দক্ষিণাঞ্চলে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। ট্রলার ভর্তি করে তা চলে আসছে চাঁদপুর মাছঘাটে। ঘাট থেকে আড়তে ফেলার প্রায় সাথে সাথে প্যাকেট হচ্ছে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের জন্য। জেলে ও মাছ ব্যবসায়ীরা বলছেন, প্রতিদিন গড়ে প্রায় আড়াই থেকে ৩ হাজার মন ইলিশ আসছে আড়তগুলোতে।

চাঁদপুরের আড়তগুলোতে প্রকারভেদে প্রতি মণ ইলিশ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪৫ হাজার টাকায়। ইলিশ আসছে নোয়াখালী, ভোলাসহ দক্ষিণাঞ্চল থেকে। রয়েছে পদ্মা, মেঘনা থেকে আসা মাছও। পর্যাপ্ত এই ইলিশ সংরক্ষণে বরফের অভাবে কিছুটা বিপদেই যেন পড়েছেন আড়তদাররা।

এভাবে চলতে থাকলে এবারে ৪ লক্ষ টন পর্যন্ত ইলিশ ধরা পড়তে পারে বলে আশা করছেন আড়তদাররা। জাটকা নিধনের কঠোরতাই ইলিশের উৎপাদন বাড়িয়েছে বলে মৎস্য বিজ্ঞানীদের মত।