ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিস্তর অভিযোগ

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিস্তর অভিযোগ

শেয়ার করুন

faridpur press confarance pic

।। ফরিদপুর সংবাদদাতা ।।

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিস্তর অভিযোগ ইউনিয়ন আওয়ামী লীগ নেতাদের ফরিদপুর প্রতিনিধি ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ফকির মো: বেলায়েত হোসেনের বিরুদ্ধে নানা বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় আওয়ামী লীগ। সোমবার বেলা ১২টার সময় স্থানীয় কানাইপুর বাজারে ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কানাইপুর ইউনিয়ন অওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী মোল্ল্যা মিনু। লিখিত বক্তব্য পাঠকালে তিনি জানান, কানাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ফকির মো.বেলায়েত হোসেন নানা ভাবে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপর হামলা-মামলা করে হয়রানি করছে। এছাড়াও তার অত্যাচারে ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরাও বাড়ীতে থাকতে পারছেনা। বেলায়েত ফকির স্থানীয় বিএনপি-জামাত নেতাদের সাথে নিয়ে রাজনীতি করছে। ক্ষমতার দাপট দেখিয়ে তিনি দলের ত্যাগী নেতাদের বাদ দিয়ে বিএনপি নেতাদের সাথে সখ্যতা গড়ে তোলে তাদের বিভিন্ন সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নাম লিখিয়েছেন। স্থানীয় চেয়ারম্যান এ ইউনিয়নে আওয়ামী লীগ বাদ দিয়ে নিজের বাহনী তৈরী করেছে সেটি ‘ফকির লীগ’ নামে পরিচিত। পুলিশ প্রশাসনের কাছে দাবী জানিয়ে আওয়ামী লীগের সাধারন সম্পাদক মিনু মোল্ল্যা বলেন, দ্রæত সময়ের মধ্যে তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে হবে, নইলে গোটা এলাকাজুড়ে ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হবে।  সংবাদ সম্মেলনে  কোতয়ালী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেকেন মাতুব্বর, প্রবীন আওয়ামী লীগ নেতা তাহাবউদ্দিন মোল্যা, ইউনিয়ন আওয়ামী লীগের যগ্ম সাধারন সম্পাদক লিয়াকত আলী শেখ, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান, কৃষি ও গবেষনা বিষয়ক সম্পাদক কবির মোল্লাসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে, কানাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ফকির মো: বেলায়েত হোসেনের সাথে কথা হলে তিনি তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন বলে দাবী করেন। তিনি বলেন একটি মহল তার সুনাম ক্ষুন্ন করার জন্যই এই সংবাদ সম্মেলন করেছে। তিনি সংবাদ সম্মেলন থেকে তার বিরুদ্ধে আনা অভিযোগ ডাহা মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবী করেন।