আড়াই মাস পরে ভারত থেকে বেনাপোল স্থল বন্দর দিয়ে অক্সিজেন আমদানি শুরু

আড়াই মাস পরে ভারত থেকে বেনাপোল স্থল বন্দর দিয়ে অক্সিজেন আমদানি শুরু

শেয়ার করুন

Screenshot (211)

।। তামান্না ফারজান, যশোর ।।
অক্সিজেন রপ্তানিতে ভারত নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর দীর্ঘ আড়াই মাস পর
বেনাপোল স্থল বন্দর দিয়ে অক্সিজেন আমদানি শুরু হয়েছে। ভারতে করোনার
ব্যাপক সংক্রমণে চিকিৎসা খাতে অক্সিজেন সংকট দেখা দেওয়ায় গত ২১
এপ্রিল থেকে দেশটি বাংলাদেশে অক্সিজেন রপ্তানি বন্ধ করে দিয়েছিল। গত
এক সপ্তাহে ভারত থেকে ৩০০ টনের বেশি অক্সিজেন আমদানি হয়েছে। দেশের
চিকিৎসা খাতে অক্সিজেনের চাহিদার বড় একটি অংশ আসে ভারত থেকে।
বেনাপোল বন্দর দিয়েই প্রতি বছর আমদানি হয় ৩০ হাজার মেট্রিক টন তরল
অক্সিজেন। বেনাপোল স্থল বন্দর থেকে অক্সিজেন চালান অগ্রাধিকার ভিত্তিতে
খালাস দেওয়া হচ্ছে বলে জানান,বেনাপোল কাস্টমস হাউজের সহকারী
কমিশনার কণ্যাণ মিত্র চাকমা।
সিঙ্ক ঃ কল্যান মিত্র চাকমা, সহকারী কমিশার কাস্টমস হাউস বেনাপোল।
অক্সিজেন আমদানিকারকের প্রতিনিধি ও ভারত চেম্বার অব কমার্সের
পরিচালক মতিয়ার রহমান মুঠো ফোনে জানান,ভারতে করোনা সংক্রমণের
দ্বিতীয় ধাপ চলছে। কোভিড রোগীদের জন্য অক্সিজেন গুরুত্বপূর্ণ হওয়ায়
তারা রপ্তানি বন্ধ রেখেছে। দুই দেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হওয়ায় তারা
বাংলাদেশকে অক্সিজেন দিচেছ। এখন সব্ধাসঢ়;ই টিকা নয় অক্রিজেন চাই।
আজ ভারত থেকে অক্সিজেনবাহী ৭ টি গাড়ী খালাস হয়েছে।
দেশে অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশের পাবলিক রিলেশন
কর্মকর্তা সাইকা মাজেদ মুঠো ফোনে জানান,অক্সিজেনের চাহিদা
বেড়েছে। লিন্ডে বাংলাদেশ বর্তমানে অক্সিজেন সরবরাহ করছে। তাদের উৎপাদন
স্বাভাবিক রয়েছে। ভারত থেকে প্রতিমাসে কয়েকটন অক্সিজেন আমদানী করা
হয়। ভারত অফিসিয়ালি অক্সিজেন সরবরাহ বন্ধ করলেও আমদানি হচ্ছে। এছাড়া
লিন্ডে দেশের শিল্প খাতে অক্সিজেন সরবরাহ করে। যা পুরোপুরি বন্ধ রেখে এখন
শুধু মেডিকেল খাতে সরবরাহ করছে।