আশুলিয়ায় সিলিন্ডার গ্যাসের বিস্ফোরণে দম্পতিসহ ৩ জন দগ্ধ

আশুলিয়ায় সিলিন্ডার গ্যাসের বিস্ফোরণে দম্পতিসহ ৩ জন দগ্ধ

শেয়ার করুন

আগুণের ছবি (2)

।। জাহিদ হাসান সাকিল, সাভার ।।

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ ৩ জন দগ্ধ হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারনা, ঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ও অগ্নিদগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (০৫ জুলাই) দুপুরে আশুলিয়ার নরসিংহপুর প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকার আলাউদ্দিন মোল্লার টিনশেড বাড়িতে এই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- পোশাক শ্রমিক সজিব (২৫) ও তার স্ত্রী শরিফা (২১) এবং বাড়িওয়ালা আলাউদ্দীনের পূত্রবধু সাদিয়া (২২)।

স্থানীয়দের বরাত দিয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল্লাহ জানান, দুপুরে খাবারের বিরতিতে কারখানা থেকে বাসায় আসেন সজিব ও শরিফা দম্পতি। তারা ঘরে ঢোকার কিছুক্ষন পরই শব্দে বিষ্ফোরণ হয়। এসময় পুরো ঘরে আগুন ধরে গেলে সজিব, শরিফা ও বাড়িওয়ালার পূত্রবধু সাদিয়া অগ্নিদগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে।