আশুলিয়ায় লাইটার ফ্যাক্টরিতে আগুন, দগ্ধ অন্তত ৩৫ জন

আশুলিয়ায় লাইটার ফ্যাক্টরিতে আগুন, দগ্ধ অন্তত ৩৫ জন

শেয়ার করুন

সাভার প্রতিনিধি :

আশুলিয়ার জিরাবোতে কালারম্যাক্স বিডি লিমিটেড নামে একটি লাইটার ফ্যাক্টরিতে আগুনে দগ্ধ হয়েছেন অন্তত ৩০ থেকে ৩৫ জন। আহতদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। বাকীদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে বিকেল ৪টার দিকে কালারম্যাক্স ফ্যাক্টরিতে আগুন লাগে। গ্যাসলাইট ফ্যাক্টরি হওয়ায় আগুনের তীব্রতা ও ব্যাপকতা ছিল এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট, প্রায় আড়াই ঘণ্টা চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

সিলিন্ডার থেকে গ্যাস লাইটারে ঢোকানোর সময় বিস্ফোরণে আগুন ধরে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। দগ্ধদের চিকিৎসার জন্য প্রাথমিকভাবে প্রশাসনের পক্ষ থেকে ১ লাখ টাকা দেয়া হয়েছে।