আবারও পাহাড় ধস: রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন

আবারও পাহাড় ধস: রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে আবারো পাহাড়ধসে দুই জেলার মধ্যে সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে গেছে। তিন দিনের টানা বৃষ্টিতে সোমবার সন্ধ্যায় রাঙ্গামাটির কুতুকছড়ির খামারপাড়ায় সড়কের প্রায় ২০ মিটার অংশে ধসে পড়ে।

এতে রাঙামাটি ও খাগড়াছড়ির  মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পাশাপাশি দুই জেলার সঙ্গে নানিয়ারচর, বাঘাইছড়ি, লংগদুসহ বেশ কিছু এলাকাও বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

১৩ জুনের ভয়াবহ পাহাড়ধসে পর সড়ক বিভাগ দীর্ঘ এক মাস চেষ্টা চালিয়ে ১৭ জুলাই রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক হালকা যান চলাচলের জন্য খুলে দেয়। তবে, এক সপ্তাহের ব্যবধানে নতুন করে এ ধসের ঘটনায় দুর্ভোগে পড়েছেন এই দুই পার্বত্য জেলার মানুষ।