আধিপত্যের লড়াইয়ে বিপর্যস্ত চট্টগ্রাম কলেজ

আধিপত্যের লড়াইয়ে বিপর্যস্ত চট্টগ্রাম কলেজ

শেয়ার করুন

ctg-2picচট্টগ্রাম প্রতিনিধি :

আধিপত্যের  লড়াইয়ে বিপর্যস্ত  চট্টগ্রাম কলেজ ক্যাম্পাস। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রায়ই নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ছে ছাত্রলীগ কর্মীরা। কলেজ কর্তৃপক্ষ কঠোর হবার কথা বললেও অবস্থার কোন পরিবর্তন হয়নি।

১৯৮৪ সাল থেকে প্রায় দুই দশরেও বেশী সময় ধরে চট্টগ্রাম কলেজ ছাত্রশিবিরের দখলে থাকলেও ২০১৫ সালের ডিসেম্বর থেকে এ কলেজের নিয়ন্ত্রণ নেয় ছাত্রলীগ।

কিন্ত্ত  দখলের লড়াইয়ে আবারও অস্থির কলেজ ক্যাম্পাস। দখলের লড়াইয়ে এবার ছাত্রলীগ নেতা-কর্মীরাই। তাদের সহিংসতায় প্রতিনিয়ত উত্তাল হতে থাকে নগরীর ঐতিহ্যবাহী এ বিদ্যাপীঠ।

ক্যাম্পাস দখলের লড়াইয়ে এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি ও আরেক পক্ষে স্থানীয় সাবেক ছাত্রলীগ নেতা নুর মোস্তফা টিনু। একপক্ষের দাবি কলেজে বহিরাগত ছাত্রদের অনুপ্রবেশ ঠেকানো আর অন্যপক্ষের দাবি  স্থানীয় ছেলেদের অগ্রাধিকার।

দু-পক্ষের টানাপোড়েনে চট্টগ্রাম কলেজের প্রায় ২০ হাজারের মতো সাধারণ শিক্ষার্থী পড়েছেন বিপাকে। তবে এ নিয়ে মাথাব্যাথা নেই ছাত্রলীগ নেতাদের। উল্টো দোষ চাপালেন পুলিশের ঘাড়ে।

সাম্প্রতিক এসব কর্মকাণ্ডে জড়িতদের কোন রকমের ছাড় দেয়া হবে না বলে জানালেন কলেজের অধ্যক্ষ জেসমিন আক্তার।