‘আদিবাসীদের উপর হামলার মদদ দাতাদের বিচারের আওতায় আনা হবে’

‘আদিবাসীদের উপর হামলার মদদ দাতাদের বিচারের আওতায় আনা হবে’

শেয়ার করুন

%e0%a6%b8%e0%a6%be%e0%a6%93%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2-1

গাইবান্ধা প্রতিনিধি :

সাঁওতালদের উপর হামলার ঘটনায় জড়িতদের বিচারে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগের ৫ সদস্যের প্রতিনিধিদল। আর যে কোন সমস্যায় তাদের পাশে থাকতে চেয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। ভূমির দাবিতে চলমান আন্দোলনে তাদের পাশে চান আদিবাসীরা।

রোববার মাদারপুরের সাঁওতাল পল্লীর সব বাসিন্দার গন্তব্য ছিল গ্রামের গির্জার মাঠ। ৬ নভেম্বরের হামলার পর থেকে যারাই আসছেন তাদের সাথে মিলতে এখানেই যেতে হচ্ছে আদিবাসীদের।
%e0%a6%b8%e0%a6%be%e0%a6%93%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2আদিবাসীদের সাথে নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা জানান, সাঁওতালদের দাবি সরকারের কাছে তুলে ধরতে তাদের সাথে কাজ করবেন তারা।

একই দিনে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে মাদারপুর পরিদর্শনে আসেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবি মোজাম্মেল হক। ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন শেষে গির্জার মাঠে গিয়ে আদিবাসীদের অভিযোগ শোনেন তারা।

অভিযোগগুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার  আশ্বাস দেন প্রতিনিধিদল। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে তারা বলেন, আদিবাসীদের উপর হামলার মদদ দাতাদের বিচারের আওতায় আনা হবে।