আদিতমারী লোহাকুচি সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত

আদিতমারী লোহাকুচি সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত

শেয়ার করুন

lalmonirhat

।। আনোয়ার হোসেন স্বপন, লালমনিরহাট ।।
লালমনিরহাটের আদিতমারী উপজেলার লোহাকুচি সীমান্তে বিএসএফ’র গুলিতে সুবল চন্দ্র ওরফে সাদ্দাম হোসেন নামে এক বাংলাদেশী যুবক নিহত
হয়েছেন। বুধবার ভোর সাড়ে চারটার টার দিকে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ এর কৈমারী ক্যাম্পের সদস্যদের ছোঁড়া গুলিতে ওই বাংলাদেশী
যুবক নিহত হয়। নিহত সাদ্দাম হোসেন আদিতমারী উপজেলার ভেলাবড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামের পেলকো বর্মনের ছেলে।
বিজিবি ও স্থানীয়রা জানায়, নিহত সাদ্দাম হোসেন বুধবার ভোর রাতে ভারতীয় গরু আনার জন্য লোহাকুচি সীমান্ত এলাকায় যায়। এসময় ভারতীয়
৭৫ বিএসএফ ব্যাটালিয়নের কৈমারী ক্যাম্পের টহল দল তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে গুলিবিদ্ব হয়ে মারা যায় সাদ্দাম। নিহত সাদ্দামের লাশ ভারতের
অভ্যন্তরে পড়ে থাকে।
বিজিবি জানায়, তারা শুনেছে ভারতের অভ্যন্তরে একজনের মৃতদেহ পড়ে আছে বলে তারা শুনেছেন। লাশ সনাক্তের কাজ চলছে বলে তারা জানায়।
আদিতমারী ভেলাবাড়ি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, তার ইউনিয়নের বাসিন্দা এক যুবক ওই সীমান্তে বিএসএফর গুলিতে মারা
গেছেন। নিহতের লাশ ভারতের অভ্যন্তরে রয়েছে বলে তিনি আরো জানান।