আত্মসমর্পণ করা দস্যুদের বিরুদ্ধে করা মামলার আইনি সহায়তা দিবে সরকার

আত্মসমর্পণ করা দস্যুদের বিরুদ্ধে করা মামলার আইনি সহায়তা দিবে সরকার

শেয়ার করুন

নিজাম উদ্দিন মংলা প্রতিনিধি :

আত্মসমর্পণ করা দস্যুদের বিরুদ্ধে করা মামলার বিষয়ে আইনি সহায়তা দিবে সরকার,  তবে খুন ধর্ষণ মামলা প্রত্যাহার করা হবে না। এসব কথা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদুজ্জামান খান কামাল।

পরে দুপুরে বাগেরহাটের শেখ হেলাল স্টেডিয়াম মাঠে সুন্দরবনের আত্মসমর্পণ কারি দস্যুদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১৩২ জন জলদস্যুকে  ১ লাখ  টাকা অনুদান প্রদান করেন।

এ সময় বিনি আরও বলেন, যারা এখনো সুন্দরবনে দস্যুতা করেন তাদেরকেও  স্বাভাবিক জীবনে ফিরে আসতে আহবান জানান, আর ফিরে না আসলে তাদের  পরিনতি খুব খারাপ হবে ।

এছাড়া তিনি আরও বলেন, আগে প্রায় খবর হতো সাগর ও সুন্দরবন থেকে দস্যুরা ১০-১২ জন রেজলেকে মুক্তি পনের জন্য তুলে নিয়ে গেছে, এখন আর সে খবর শোনা যায় না। এদিকে র‌্যাব, কোস্টগার্ড ও পুলিশকে আরও আধুনিক করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। র‌্যাব ৬  অধিনায়ক রফিককুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য সহ প্রশাসনর ঊর্ধ্বতন কর্মকর্তারা ।