আত্মসমপর্ণের তালিকায় আরও দুই দস্যুবাহিনী

আত্মসমপর্ণের তালিকায় আরও দুই দস্যুবাহিনী

শেয়ার করুন
জলদস্যু
এর আগে আত্মসমর্পণ করে তিন জলদস্যু বাহিনী (ফাইল ছবি)

মংলা প্রতিনিধি:

বৃহস্পতিবার আত্মসমর্পণ করতে যাচ্ছে সুন্দরবনের আরও দুইদল জলদস্যু বাহিনী। স্বরাষ্টমন্ত্রীর কাছে শান্ত এবং আলম বাহিনী তাদের অস্ত্রশস্ত্র জমা দেবেন, স্বাভাবিক জীবনে ফিরতে আসার আশায়।

মাস্টার বাহিনী, মজনু বাহিনী ও ইলিয়াস বাহিনীর আত্মসমর্পণ সুন্দরবনের অন্ধকার জগতে এক আলোকিত দৃষ্টান্ত। তাদের মতো অনেক জলদস্যুই এখন অপরাধের অন্ধকার জগৎ থেকে ফিরতে চান স্বাভাবিক জীবনে।

জলদস্যু শান্ত এবং আলম বাহিনী‌ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র জমা দেবেন, নতুন করে জীবন গড়ার আশায়। তার বলছেন, বাধ্য হয়ে এ পথে নেমেছিলেন তারা।  আত্মসমর্পণের পর স্বাভাবিক জীবনে যেন হয়রানি-নির্যাতনের শিকার না হন, সে দাবি তাদের।

শান্ত বাহিনীর প্রধান বারেক তালুকদার ওরফে শান্ত বলেন, ‘সরকার অন্যান্য বাহিনীর মত আমাদেরও সুযোগ দিলে সব কিছু জমা দিয়ে দিব।’

এভাবে একের পর এক জলদস্যু বাহিনীগুলোর আত্মসমর্পণে খুশি সুন্দরবন ও সাগরের ওপর নির্ভরশীল জেলে এবং মাওয়ালরা। মংলায় সুন্দরবনের দস্যুদের স্বরাষ্ট্রমন্ত্রী স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানানোর পর থেকেই শুরু হয় জল ও বনদস্যুদের স্বাভাবিক জীবনে ফিরে আসার পালা।