আতিয়া মহলকে বিস্ফোরকমুক্ত করতে কাজ শুরু

আতিয়া মহলকে বিস্ফোরকমুক্ত করতে কাজ শুরু

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি :

সিলেটের জঙ্গি আস্তানা হিসেবে খ্যাত আতিয়া মহলকে বিস্ফোরকমুক্ত করতে কাজ শুরু করেছে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল।

সিলেটের দক্ষিণ সুরমার আতিয়া মহলে সেনা কমান্ডোদের অপারেশনে চার জঙ্গি নিহত হওয়ার পর গত মঙ্গলবার রাতে আনুষ্ঠানিকভাবে অভিযান শেষ হওয়ার পর বাসাবাড়িতে ফেরেন এলাকার মানুষ।

অপ্রত্যাশিত ঘটনার পর শুরুতে একটু অস্বস্তিবোধ থাকলেও এখন প্রায় স্বাভাবিক হচ্ছে শিববাড়ি এলাকার জনজীবন। আতিয়া মহলে এখনও সুইসাইডাল ভেস্ট পরিহিত দুই জঙ্গির লাশ পড়ে থাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী।আজ বোমা নিষ্ক্রিয়কারী দল ভবনটিকে বিপদমুক্ত ঘোষণা করলে দুই জঙ্গির লাশ সরিয়ে ফেলা হবে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।